২০২৪ সালেই বাংলাদেশে হয়েছে রাজনৈতিক পালাবদল। আর তারপর থেকেই ওপার বাংলার একের পর এক রাস্তা, সরকারি প্রতিষ্ঠানের নাম বদল করেই চলেছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। এবার বদল হচ্ছে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউর (Bangabandhu Avenue) নাম।
বঙ্গবন্ধু অ্যাভিনিউর (Bangabandhu Avenue) নতুন নাম হয়েছে আবরার ফাহাদের নামে। প্রায় বছর ছয়েক আগে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ফাহাদকে পিটিয়ে খুন করা হয়েছিল। এবার তাঁর নামে রাজধানীর গুলিস্তানের গুরুত্বপূর্ণ এই এই রাস্তাটির নামকরণ করা হল। উল্লেখ্য, এই রাস্তাতেই আওয়ামি লিগের কেন্দ্রীয় কার্যালয়।
আরও পড়ুন-বেঙ্গল সাফারি থেকে আয় বেড়ে হল ৯ কোটি বীরবাহা
চলতি বছর মোট ৭ জনকে রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পদক দিয়েছে ইউনুস সরকার। আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। বর্তমান শাসক গোষ্ঠী একাধিক রাস্তা, ভবন, ও স্থাপত্যের নামও পরিবর্তন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শেখ পরিবার ও আওয়ামি লিগ ঘনিষ্ঠদের নামে এসব রাস্তা ও ভবনের নাম ছিল।