প্রতিবেদন : বাঙালির ফুটবল আবেগকে সম্মান জানিয়ে ময়দানের তিন প্রধানকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান দিচ্ছে রাজ্য সরকার। শতাব্দীপ্রাচীন মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিংকে ‘বঙ্গবিভূষণ’ দিতে চেয়ে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৫ জুলাই বিকেল ৪টেয় নজরুল মঞ্চে এই সম্মান প্রদান করা হবে।
আরও পড়ুন-মাশরুম চাষে প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর
মোহনবাগান ক্লাবকে রাজ্যের সর্বোচ্চ সম্মান দিতে চেয়ে সভাপতি টুটু বোসকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘মোহনবাগান ক্লাব বাঙালির কাছে এক আবেগের নাম। শুধু ফুটবল নয়, ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন ধারায় মোহনবাগানের অবদান অনস্বীকার্য। মোহনবাগান ক্লাব শুধু বাঙালির কাছে নয়, সমগ্র ভারতবাসীর কাছে গৌরবের স্থান দখল করেছে।’ এর পরই চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ক্রীড়াক্ষেত্রে সার্বিক অবদানের জন্যই পশ্চিমবঙ্গ সরকার ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করতে আগ্রহী মোহনবাগান ক্লাবকে। একই ভাবে শতবর্ষ পুরনো ইস্টবেঙ্গল এবং মহামেডান ক্লাবকেও চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-শচীনকে দেখে শিখুক বিরাট: বেঙ্গসরকার
মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেছেন, ‘‘বাংলায় আগে কোনও মুখ্যমন্ত্রী খেলাধুলা নিয়ে এতটা ভাবেননি। উনি যেভাবে মোহনবাগান ক্লাবকে রাজ্যের সর্বোচ্চ সম্মান দিচ্ছেন তাতে আমরা গর্বিত। উনি খেলাধুলার জন্য যেভাবে এগিয়ে আসেন, যেভাবে বাংলার ক্লাব, খেলোয়াড়দের পাশে থাকেন, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। আমরা অভিভূত।’’ ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, ‘‘উনি যেভাবে ভাবনাচিন্তা করেন অতীতে কোনও সরকার বা কোনও মুখ্যমন্ত্রী করেননি। উনি এভাবেই আমাদের সবার পাশে থাকুন।’’
মহামেডান কর্তা মহম্মদ কামারুদ্দিন বললেন, ‘‘মুখ্যমন্ত্রী যে সম্মান আমাদের
ক্লাবকে দিচ্ছেন, তাতে দায়িত্ব অনেক বেড়ে গেল। ‘বঙ্গবিভূষণ’ সম্মান ক্লাবের সবার কাছেই আরও ভাল কাজ করার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে।’’ এদিকে, বঙ্গভূষণ পাচ্ছেন বাংলার ঋদ্ধিমান সাহা।