পোর্ট এলিজাবেথ, ১১ এপ্রিল : ডারবানের পর এবার পোর্ট এলিজাবেথ! আরও একবার কেশব মহারাজের বাঁ হাতের ভেল্কিতে লজ্জার হার বাংলাদেশের। ডারবানে ৩২ রানে ৭ উইকেট শিকার করে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস মাত্র ৫৩ রানে শেষ করে দিয়েছিলেন মহারাজ। দক্ষিণ আফ্রিকা টেস্ট জিতেছিল ২২০ রানে।
সোমবার পোর্ট এলিজাবেথেও হুবহু একই দৃশ্য ফিরিয়ে আনলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার। তাঁর স্পিনের জালে এবার ৮০ রানে গুটিয়ে গেল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ৪০ রানে ৭ উইকেট ঝুলিতে পুরলেন মহারাজ। দক্ষিণ আফ্রিকাও টেস্ট জিতল ৩৩২ রানের বড় ব্যবধানে। ফলে ০-২ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে দেশে ফিরছে বাংলাদেশ।
আরও পড়ুন-‘রিটায়ার্ড আউট’, স্রেফ স্ট্র্যাটেজি, অশ্বিনকে নিয়ে বললেন সঞ্জু
গতকালের ৩ উইকেটে ২৭ রান হাতে নিয়ে এদিন মাঠে নেমেছিল বাংলাদেশ। মাত্র এক ঘণ্টার মধ্যেই বিপক্ষের ইনিংস শেষ করে দেন মহারাজ ও তাঁর সঙ্গী সাইমন হার্মার। অফস্পিনার হার্মারের শিকার ৩৪ রানে ৩ উইকেট। পরিসংখ্যান বলছে, এদিন মাত্র ১৩.৩ ওভার ব্যাট করতে না করতেই বাকি সাত উইকেট হারিয়েছে বাংলাদেশ। কিছুটা লড়াই করেন লিটন দাস (২৭ রান) এবং মেহেদি হাসান মিরাজ (২০)। বাকিরা কেউই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ম্যাচের সেরা স্বাভাবিক ভাবেই মহারাজ। দু’টেস্টে ১৬ উইকেট ঝুলিতে পুরে তিনি সিরিজেরও সেরা নির্বাচিত হয়েছেন। এদিকে শেষদিনে দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার করোনা পজিটিভ হওয়ায় এদিন অভিষেক হল খায়া জন্ডোর।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…