বাংলাদেশের পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির (Bangladesh Ferry Accident) ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২। পাশাপাশি ৬০ জনের কোনও খোঁজ মিলছে না। রবিবারর বিকেলে মাড়েয়া ইউনিয়নের আওলিয়ার ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মহালয়া উপলক্ষে বেশ কিছু পুণ্যার্থী করতোয়া নদী দিয়ে নৌকা করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। নৌকাটি আওলিয়ার ঘাট এলাকার মাঝ নদীতে ডুবে যায়। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, এখনও পর্যন্ত ৩২ জনের দেহ উদ্ধার করা হয়েছে। অনেকেই নিখোঁজ। মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু। নৌকার (Bangladesh Ferry Accident) নিখোঁজ যাত্রীদের উদ্ধারে জোরদার তল্লাশি অভিযান চলছে। তবে যত সময় যাচ্ছে নিখোঁজ যাত্রীদের জীবিত অবস্থায় উদ্ধার করার সম্ভাবনা ততই কমছে।
আরও পড়ুন-মহিলা প্রধানমন্ত্রী