ঢাকা : ইউনুসের বাংলাদেশে আবার ভয়ঙ্কর নারী-নির্যাতন। এক কথায় মধ্যযুগীয় বর্বরতা। কনকনে শীতের সকালে খোদ রাজধানী ঢাকার গুলশন এলাকায় এক সংখ্যালঘু মহিলাকে ইলেক্ট্রিক পোস্টে বেঁধে গায়ে ঢেলে দেওয়া হল ঠান্ডা জল। কয়েকজন যুবক এই অমানবিক আচরণ করেই ক্ষান্ত হল না, রীতিমতো উল্লাস করে উঠল। ভাইরাল হল তার ভিডিও। এই দৃশ্য ফের বুঝিয়ে দিচ্ছে কোন অন্ধকারের দিকে এগোচ্ছে ইউনুসের বাংলাদেশ।
আরও পড়ুন-এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিতবে বাংলাই
ভিডিওতে দেখা গিয়েছে, গুলশনে ওই মহিলাকে ইলেক্ট্রিক পোস্টে বেঁধে তাঁর সোয়েটার-জ্যাকেটের উপর থেকেই জল ঢেলে দেওয়া হচ্ছে গায়ে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে একটি মাদ্রাসার খুব কাছেই। এখনও পর্যন্ত মোট ৫ জনকে আটক করা হয়েছে এই ঘটনায়। স্থানীয় লোকেদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এদিকে আরও এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ। নদীপাড়া এলাকায় শনিবার রাতে এক সংখ্যালঘু বিধবাকে (৪০) ধর্ষণ করে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে দেয় ২ যুবক। সেই দৃশ্যের ভিডিও ছড়িয়েও সমাজমাধ্যমে। ব্যাপক মারধরও করে। নির্যাতিতা জ্ঞান হারালে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভর্তি করে ঝিনাইদহ হাসপাতালে। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করলেও এখনও গ্রেফতার করা হয়নি ২ অভিযুক্তকে।

