প্রতিবেদন: হাসিনা-বিদায়ের পর পরিবর্তিত পরিস্থিতিতে ছন্নছাড়া বাংলাদেশ (Bangladesh)। আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতির পাশাপাশি অর্থনীতির হাল নিয়ে উদ্বেগে আমজনতা। নতুন দায়িত্ব নেওয়ার আগে এবার নোবেলজয়ী মহম্মদ ইউনুসের প্রস্তাব মেনে ব্যাঙ্ক থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাঙ্ক। বাংলাদেশি টাকার পতনের পর ব্যাঙ্ক থেকে টাকা তোলার বিষয়ে ঊর্ধ্বসীমা জারি করা হল। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো-র তথ্য অনুসারে, ব্যাঙ্ক থেকে একলপ্তে এক লাখ টাকার বেশি তোলা যাবে না। নগদ টাকা তোলার ক্ষেত্রেই এই কড়াকড়ি জারি হয়েছে। এর পিছনে প্রশাসনের কী উদ্দেশ্য তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে অনেকের মতে, বিশাল অঙ্কের নগদ টাকা তুলে কেউ যাতে পরিস্থিতি বিগড়ে দিতে না পারেন তাই বৃহস্পতিবার সরকার গঠনের আগে চূড়ান্ত সতর্কতা নেওয়া হচ্ছে। একইসঙ্গে অনেকে বলছেন, বিপুল টাকা ব্যাঙ্ক থেকে তুলে আওয়ামি লিগের প্রাক্তন মন্ত্রী বা প্রভাবশালী রাজনীতিকরা যাতে দেশ ছাড়তে না পারেন তা রুখতেই এই নির্দেশ জারি।