তৃণমূলের জয়: সোনালিরা ভারতীয় নাগরিক বলল বাংলাদেশ হাইকোর্ট, ফেরাতে হবে দেশে

Must read

তৃণমূলের বিরাট জয়। পরাজয় হল বিজেপির। বাংলাদেশের জেলে বন্দি বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে (Sonali Bibi) দেশে ফেরানোর জন্য ভারতীয় হাইকমিশনকে নির্দেশ দিল বাংলাদেশ হাই কোর্ট। অনুপ্রবেশকারী সন্দেহে সোনালিদের বাংলাদেশে পাঠিয়েছিল বিজেপির পুলিশ। এবার তাঁদের পক্ষেই বড় রায় দিল। সোনালিদের ভারতীয় নাগরিক বলল বাংলাদেশ হাইকোর্ট।

সোনালিদের পাশে প্রথম থেকেই রয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁদের সাহায্যের জন্য এখনও বাংলাদেশে রয়েছেন বাংলার পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার তৃণমূলের সাংসদ সামিরুল ইসলামের প্রতিনিধি মফিজুল শেখ। সামিরুল এক্স পোস্টে বাংলাদেশের আদালতের এই নির্দেশের কথা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব বর্ণনা করে সামিরুল লেখেন, “বিজেপির এত দূরভিসন্ধি সত্ত্বেও তাঁরা এই মানুষদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সাহস জুগিয়েছেন। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে যে সোনালি এবং বাকিদের ৪ সপ্তাহের মধ্যে দেশে ফেরাতে হবে। বাংলা বিরোধী কেন্দ্রীয় সরকার সোনালি এবং তার সঙ্গীদের কখন দেশে ফেরানো হবে?”

আরও পড়ুন- তৃণমূল অঞ্চল সহ-সভাপতিকে খুনের চেষ্টা, গ্রেফতার ৩

বাংলাদেশে পুশব্যাক হওয়া বীরভূমের ৯ মাসের অন্তঃসত্ত্বা সোনালি বিবি-সহ আরও ৬ জনকে বিজেপির বাংলাদেশী তকমার দাবিকে খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি চার সপ্তাহের মধ্যে তাঁদেরকে দেশে ফেরানর নির্দেশ দিয়েছিল আদালত। এবার সোনালিদের ভারতে ফিরিয়ে নেওয়ার জন্য ভারতীয় হাইকমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত জুনে দিল্লিতে কর্মরত পাইকর থানা এলাকার বাসিন্দা সোনালি ও সুইটি বিবি-সহ (Sonali Bibi) ৬ জনকে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ব্যাক করেছিল বিএসএফ। এখন তাঁরা চাঁপাইনবাবগঞ্জ জেলা সংশোধনাগারে রয়েছেন। ইতিমধ্যে সোনালিদের জামিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশের আদালতে।

Latest article