সংবাদদাতা, মালদহ : আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়নের ক্ষেত্রের প্রসার ঘটাতে মালদহে এলেন বাংলাদেশের হাই কমিশনার। ভারত বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যে জোর দেওয়াই মূল লক্ষ্য। বুধবার মহদিপুর স্থলবন্দর পরিদর্শনে আসেন বাংলাদেশের হাইকমিশনার। এদিন বাংলাদেশের হাই কমিশনার-সহ মালদহের এক্সপোর্ট ব্যবসায়ী-সহ জেলা প্রশাসনের কর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান-সহ অন্যান্যরা ঘুরে দেখেন মহদিপুর সীমান্তবর্তী এলাকা। ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে দুই দেশের বাণিজ্য উন্নয়নে আলোচনা হয়। মহদিপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের কাছে বেশ কিছু দাবি পেশ করা হয়। দাবিগুলির মধ্যে অন্যতম হল বাংলাদেশ থেকে আসা ভারতীয় খালি গাড়ি পারাপারের জন্য আলাদা বাইপাস রাস্তা তৈরির ব্যাবস্থা। মহদিপুর ভারত-বাংলাদেশ সীমান্তের গেট ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে। প্রতিদিন যেন ৫০৯ পণ্য বোঝাই লরি বাংলাদেশ যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এরপর পণ্য রফতানিকারী ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে একটি বৈঠক হয়। বৈঠক শেষে বাংলাদেশের হাইকমিশনার তৌফিক হাসান বলেন, ‘ স্বতঃস্ফূর্ত হল। মহদিপুর বাণিজ্য কেন্দ্র দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে যে দাবিগুলি জানানো হয়েছে তা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।’