কোর্টের নির্দেশ লাগু হতেই ক্রমশ শান্ত হচ্ছে বাংলাদেশ

Must read

প্রতিবেদন : রবিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ের পর সোমবার আপাতভাবে শান্ত বাংলাদেশ। এদিন ছুটি ঘোষণা করেছে সরকার। অব্যাহত কার্ফুও। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা-বিরোধী আন্দোলনের শীর্ষনেতা নাহিদ ইসলাম জানিয়েছেন, ৪৮ ঘণ্টার জন্য কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করে নিচ্ছেন তাঁরা। রবিবার রাতে আন্দোলনকারী ছাত্রদের পক্ষ থেকে সরকারের কাছে আর্জি জানানো হয়েছে, ইন্টারনেট পরিষেবা অবিলম্বে চালু করা হোক। আন্দোলনের কো-অর্ডিনেটর হাসনাত আবদুল্লা জানিয়েছেন, কমপ্লিট শাটডাউনের ডাক প্রত্যাহার করে নিলেও সরকারকে ৪৮ ঘণ্টার চরমপত্র দিয়ে জানিয়েছি, ইন্টারনেট পরিষেবা চালু করতে হবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মোতায়েন করা নিরাপত্তা বাহিনীকে প্রত্যাহার করতে হবে। পড়ুয়ারা যাতে নিরাপদে ক্যাম্পাসে ফিরে আসতে পারেন তার ব্যবস্থা করতে হবে, খুলে দিতে হবে ডরমেটারি। কার্ফু এবং সেনাবাহিনী প্রত্যাহারের আর্জিও জানানো হয়েছে পড়ুয়াদের পক্ষ থেকে। লক্ষণীয়, রবিবার বাংলাদেশের শীর্ষ আদালত (Supreme Court) রায় দিয়েছে, ৯৩ শতাংশ সংরক্ষণই থাকবে সাধারণের জন্য। ৫ শতাংশ থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তান-সন্ততিদের জন্য। বাকি ২ শতাংশ জনজাতি এবং প্রতিবন্ধীদের জন্য।

আরও পড়ুন-মানবিকতার খাতিরেই পাশে থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী

Latest article