দুবাই, ১২ জানুয়ারি : টি-২০ বিশ্বকাপ খেলতে বাংলাদেশ (Bangladesh_ICC) ক্রিকেট দলের ভারতে আসা নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছে। সোমবার বাংলাদেশের (Bangladesh_ICC) ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেছিলেন, আইসিসি-র নিরাপত্তা বিভাগও আশঙ্কা করছে, বিশ্বকাপ খেলতে ভারতে এলে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে! যদিও সেই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে আইসিসি।
ক্রীড়া উপদেষ্টা জানিয়েছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে লেখা আইসিসি-র নিরাপত্তা বিভাগের চিঠিতে তিনটি কারণ উল্লেখ করা হয়েছে, যাতে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এক–বিশ্বকাপ দলে মুস্তাফিজুর থাকলে। দুই–বাংলাদেশের সমর্থকরা জাতীয় দলের জার্সি গায়ে রাস্তায় ঘুরলে। তিন– বাংলাদেশের জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে, ততই সমস্যা আরও বাড়বে।
আরও পড়ুন-রিয়ালকে হারিয়ে সুপার কাপ বার্সার
যদিও সংবাদসংস্থাকে এই প্রসঙ্গে আইসিসির একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার দাবি পুরোপুরি মিথ্যা। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে বোর্ডের সঙ্গে আইসিসির একটা প্রাথমিক আলোচনা হয়েছে ঠিকই। কিন্তু সেই আলোচনায় আইসিসি একবারও বলেনি যে, মুস্তাফিজুর খেললে নিরাপত্তা বিঘ্নিত হবে। এই দাবি মিথ্যাচার ছাড়া অন্য কিছু নয়। আইসিসি নিরাপত্তা নিয়ে কোনও চিঠিও দেয়নি। পুরোটাই আলোচনা হয়েছে এবং সেটা একেবারে প্রাথমিক স্তরের। ওই আলোচনায় ক্রীড়া উপদেষ্টা যে দাবিগুলো করেছেন, তা নিয়ে একবারও কথা হয়নি।
এর আগে আইসিসি-কে একহাত নিয়ে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা বলেছিলেন, আইসিসি যদি ভাবে, আমরা নিজেদের সেরা বোলারকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গড়ব, সমর্থকরা দেশের জার্সি পড়তে পারেবন না এবং বিশ্বকাপের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হবে– তাহলে বলতেই হচ্ছে উদ্ভট ও অবাস্তব ভাবনা। এদিকে, ভারতীয় বোর্ডের পক্ষ থেকে সচিব দেবজিৎ সাইকিয়া সোমবার জানিয়েছেন, চেন্নাই বা তিরুবনন্তপুরমে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নিতে নির্দেশ দেয়নি আইসিসি।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…