খায়রুল আলম ঢাকা: বাংলাদেশে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। অতিমারির ভয়ে দু’বছর সাড়ম্বর পুজো হয়নি। এবার তাই জোরকদমে প্রস্তুতি। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নিরাপত্তা জোরদার করতে বেশ কিছু নির্দেশনামা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। নিম্নচাপের বৃষ্টি কিঞ্চিৎ ব্যাঘাত ঘটালেও, মাঝে মধ্যে পরিষ্কার আকাশ জানান দিচ্ছে পুজো আসছে। কাশফুল ফুটছে।
আরও পড়ুন-নিয়োগ দুর্নীতিতে জড়িত শুভেন্দু ঘনিষ্ঠ চঞ্চল নন্দী হাইকোর্টে হার, আদালতে পুলিশি তদন্তের অনুমতি
শিউলি ফুলের গন্ধ বাতাসে ভাসছে। রাজধানী ঢাকা-সহ জেলায় জেলায় মৃৎশিল্পীরা ব্যস্ত। পুজোর কেনাকাটার জন্য দোকানবাজারেও উপচে পড়া ভিড়। বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ জানিয়েছে, বিধি মেনে যথারীতি মহাষষ্ঠী থেকে শুরু হবে পুজো। দেশে এবার ৩২ হাজার ১৬৮টি পুজো হচ্ছে৷ উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছে প্রশাসন। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে সরাসরি ওসি বা এসপিকে ফোন করে সাহায্যের আবেদন করা যাবে।
আরও পড়ুন-এবার লোডশেডিংমুক্ত দুর্ঘটনাহীন দুর্গাপুজো
মণ্ডপে অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহেরও আশ্বাস দিয়েছে বাংলাদেশ প্রশাসন। বাংলাদেশের মধ্যে ঢাকার পুজো যথেষ্ট নজর কাড়ে। এছাড়া ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার পুজো দুই দেশের মধ্যে সম্প্রীতির নজির তৈরি করেছে। তবে ইছামতীতে দুই বাংলার বিসর্জন আজও চলমান ইতিহাস। এবারের পুজোও সেই পথ ধরেই চলবে। দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করে তুলবে।