আবু ধাবি, ১৩ সেপ্টেম্বর : এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। শনিবার লিটন দাসদের ৬ উইকেটে হারিয়ে অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ১৪.৪ ওভারে ৪ উইকেটে ১৪০ রান তুলে ম্যাচ নিতে নেয় শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশঙ্ক ৩৪ বলে ৫০ করে আউট হন। ৩২ বলে অপরাজিত ৪৬ রান করেন কামিল মিশারা।
আরও পড়ুন-প্রয়াত বাংলাদেশের কিংবদন্তি লোকশিল্পী ফরিদা পারভিন
এর আগে এদিন প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে মাত্র ৫৩ রান যোগ করতে না করতেই পাঁচ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ। ওই পরিস্থিতি থেকে দলকে টেনে তুলেছিলেন জাকের আলি ও শামিম আহমেদ। দুজনে ৬১ বলে ৮৬ রান যোগ করে বাংলাদেশকে লড়াই করার মতো রানে পৌঁছে দেন। জাকের ৪১ ও শামিম ৪২ রানে অপরাজিত থেকে যান।