‘বাংলাদেশের ভিডিও আপনি পশ্চিমবঙ্গের বলে চালিয়ে দিলেন?’ অমিত মালব্যর ভুয়ো পোস্ট নিয়ে সরব দেবাংশু

এবার তৃণমূল কংগ্রেসের আইটি সেলের চেয়ারম্যান দেবাংশু ভট্টাচার্য অমিত মালব্যের বিরুদ্ধে ভুয়ো ভিডিও পোস্ট করার অভিযোগ তোলেন।

Must read

আরজি কর হাসপাতালের ঘটনার মামলা এখন সুপ্রিম কোর্টে (Supreme court) বিচারাধীন। এই অবস্থায় এই ঘটনা সংক্রান্ত কোন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে সেটা যাচাই করে তবেই পোস্ট করা উচিত বলেই জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। কলকাতা পুলিশ (Kolkata Police) ইতিমধ্যেই ভুয়ো পোস্টের জন্য বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। এবার তৃণমূল কংগ্রেসের আইটি সেলের চেয়ারম্যান দেবাংশু ভট্টাচার্য অমিত মালব্যের বিরুদ্ধে ভুয়ো ভিডিও পোস্ট করার অভিযোগ তোলেন। শুধু তাই নয়, একটি ভিডিয়ো অরিজিনাল বলে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তিনি।

আরও পড়ুন-‘নাটকের জগৎ থেকে পুরস্কার ফেরানো এক ব্যক্তি বামফ্রন্টের প্রার্থী ছিলেন’ সরব ব্রাত্য বসু

বুধবার রাতে চিকিৎসকদের ডাকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন। আলো নিভিয়ে মোমবাতি নিয়ে এদিন সকলে প্রতিবাদে নামেন। দেখা যায় অন্ধকার করে দেওয়া হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে রাজভবন। এই নিয়ে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি নেতা অমিত মালব্য। সেখানে তিনি দাবি করেন বাংলার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। কিন্তু অমিত মালব্যের এই দাবি সঠিক নয় বলে পাল্টা দাবি করেন দেবাংশু। অমিত মালব্যের পোস্ট করা ভিডিয়ো বাংলাদেশের বলে দাবি করেন দেবাংশু।

আরও পড়ুন-শুরু পুজোর প্রস্তুতি, পুরসভাকে রাস্তা সংস্কারের তালিকা দিল লালবাজার

এদিন এই প্রসঙ্গ তুলে নিজের এক্স হ্যান্ডেলে দেবাংশু লেখেন, ”সে আমার মূর্খ মালব্য!
বাংলাদেশ নিয়ে তো আপনাদের খুব আপত্তি! যখন তৃণমূল কংগ্রেস জয় বাংলা কিংবা খেলা হবে স্লোগান দেয়, আপনারা বলেন এগুলো বাংলাদেশ থেকে ধার করা স্লোগান! অথচ বাংলাদেশের ভিডিও আপনি পশ্চিমবঙ্গের বলে চালিয়ে দিলেন? ক্রস চেক না করেই? কোন স্তরে নির্লজ্জ আপনি? এই নিন অরিজিনাল ভিডিও।” এরপর তিনি আসল ভিডিওটি পোস্ট করেন।

 

Latest article