বাঁশবেড়িয়ার গঙ্গায় ডুবছে বাংলাদেশের কার্গো শিপ

চালকের অনুমান, কোথাও ধাক্কা খেয়ে জাহাজে ফুটো হয়ে যাওয়ায় জল ঢুকে যায়। সেই সময় জোয়ার থাকায় দ্রুত জাহাজটি ডুবে যেতে থাকে।

Must read

সংবাদদাতা, হুগলি : ত্রিবেণীর ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন (বিটিপিএস) থেকে ছাই নিয়ে ফিরছিল বাংলাদেশের কার্গো জাহাজ। কিন্তু হুগলির বাঁশবেড়িয়ার কাছে জাহাজের তলায় অদ্ভুত আওয়াজ হতে থাকে। এরপরেই জাহাজে জল ঢুকতে শুরু করে। ধীরে ধীরে চালকের কেবিন বাদে পুরো জাহাজটিই ডুবে যায়। বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন জাহাজের কর্মীরা।

আরও পড়ুন-দিনের কবিতা

চালকের অনুমান, কোথাও ধাক্কা খেয়ে জাহাজে ফুটো হয়ে যাওয়ায় জল ঢুকে যায়। সেই সময় জোয়ার থাকায় দ্রুত জাহাজটি ডুবে যেতে থাকে। স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধার করা হয় আটকে পড়া শ্রমিকদের। বাংলার শ্রমিকদের সাহায্যে শুরু হয় জাহাজের ছাই খালি করার কাজ। পরে ভাটা আসায় জাহাজের অনেকটা অংশ আবার ভেসে ওঠে। তখন ছাই বের করার কাজ আরও সহজ হয়। প্রশাসনের পক্ষ থেকে যদিও প্রতিবেশী দেশের ট্রলারের উপর নজর রাখা হবে বলেই জানানো হয়েছে। আটকে পড়া শ্রমিক ও নাবিকদের উদ্ধার করা গেলেও জাহাজের যা পরিস্থিতি তাতে তা পুরো খালি করে মেরামতির কাজ শেষ হয়ে বাংলাদেশে ফেরত পাঠাতে প্রায় ছ’মাস লেগে যেতে পারে বলে অনুমান স্থানীয় প্রশাসনের।

Latest article