বিএসএফের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা বাংলাদেশি দুর্বৃত্তদের

মঙ্গলবার বিকালে ত্রিপুরার কৈলাশহর এলাকায় বাংলাদেশি নাগরিকরা বিড়ি পাচার করার সময় দুই বিএসএফ জওয়ানের নজরে আসে।

Must read

প্রতিবেদন : বিজেপি শাসিত রাজ্যগুলি শুধু বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরই স্বর্গরাজ্য নয়, পাচারকারীদেরও স্বর্গরাজ্য-প্রমাণিত হল আবার। বিজেপি জমানায় যথেচ্ছ পাচারের যে স্বাধীনতা উপভোগ করেছে তারা, তাতে বাধা পড়তেই বিএসএফের উপর চড়াও হল বাংলাদেশি পাচারকারীরা। ত্রিপুরার কৈলাশহর এলাকায় ছিনিয়ে নেওয়ার চেষ্টা হল বিএসএফের বন্দুক। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ল নিমেষের মধ্যে। বেআব্রু হয়ে গেল সীমান্তরক্ষী বাহিনীর ব্যর্থতা।

আরও পড়ুন-রাজ্যপালের অনুমতি বাড়িতে উপাচার্য, অনিশ্চিত পরীক্ষা

মঙ্গলবার বিকালে ত্রিপুরার কৈলাশহর এলাকায় বাংলাদেশি নাগরিকরা বিড়ি পাচার করার সময় দুই বিএসএফ জওয়ানের নজরে আসে। বাংলাদেশের মাগুরুলি পঞ্চায়েতের পাচারকারীদের ধাওয়া করলে তারা বিএসএফ জওয়ানদের ঘিরে ধরে হেনস্থা শুরু করে। মারধর করারও চেষ্টা হয়। এগিয়ে আসেন বিজিবির জওয়ানরা। তখনই যেন আরও উৎসাহিত হয়ে পাচারকারীরা বিএসএফ জওয়ানদের রাইফেল কেড়ে নিতে হাতাহাতি শুরু করে। একদিকে বাংলার সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে রাজনীতিতে মগ্ন রাজ্যের বিজেপি নেতারা। বাংলার কোনও প্রান্তে কত মাপের কাঁটাতার কম পড়েছে, রোজ চলছে তার হিসাব। অন্যদিকে বিজেপি শাসিত ত্রিপুরায় কীভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত অরক্ষিত হয়ে রয়েছে, তার ছবি এই ঘটনায় স্পষ্ট হয়ে গেল। এই সীমান্তগুলি দিয়েই সম্প্রতি বারবার অনুপ্রবেশ হয়ে চলেছে। এবার ধরা পড়ল আন্তঃদেশীয় পাচার চক্রের ভয়ঙ্কর সক্রিয়তা।

Latest article