সপ্তাহে ২ দিন ছুটির দাবিতে ২৭ জানুয়ারি, দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট

সপ্তাহে ৫ দিন অফিস আর ২ দিন ছুটির দাবিতে এবার ধর্মঘটের পথে ব্যাঙ্ককর্মীরা। ২৭ জানুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যাঙ্ককর্মীরা।

Must read

নয়াদিল্লি : সপ্তাহে ৫ দিন অফিস আর ২ দিন ছুটির দাবিতে এবার ধর্মঘটের পথে ব্যাঙ্ককর্মীরা। ২৭ জানুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যাঙ্ককর্মীরা। তাঁদের প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক,এলআইসি, জিআইসি সহ একাধিক সংস্থায় যদি সপ্তাহে দু’দিন ছুটি থাকে তা হলে ব্যাঙ্ককর্মীরা তা থেকে বঞ্চিত হবেন কেন? কিছু জরুরি বিভাগ ছাড়া কেন্দ্র এবং রাজ্য সরকারি অফিসগুলোও বন্ধ থাকে শনিবার।

আরও পড়ুন-অন্ধকারের বাংলাদেশ

লক্ষণীয়, এখন মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। কিন্তু ব্যাঙ্ককর্মীরা চাইছেন সপ্তাহে ৫টি ওয়ার্কিং ডে। এরজন্য অবশ্য সোমবার থেকে শুক্রবার দিনে অতিরিক্ত ৪০ মিনিট কাজ করতে রাজি। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের পক্ষ থেকে ধর্মঘটের কথা জানানো হয়েছে। ব্যাঙ্ককর্মীদের বক্তব্য, ২০২৪ সালের মার্চে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক ইউনিয়নগুলোর মধ্যে সপ্তাহে ৫ দিন কাজের কথা হয়েছিল। ধর্মঘটের উদ্যোক্তারা জানিয়েছেন, ধর্মঘট হলেও কোনও ব্যাঙ্কই বন্ধ থাকবে না।

Latest article