অক্টোবর মাসে ব্যাঙ্ক বন্ধ ২১ দিন

Must read

প্রতিবেদন : উৎসবের মরশুমে ২১ দিন ছুটি। অক্টোবর মাসে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী, দুর্গাপুজো, ইদ ছাড়াও রয়েছে একাধিক উৎসব। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী, উৎসব উপলক্ষে ১৪টি ঘোষিত ব্যাঙ্কের ছুটি ছাড়াও রবিবার ও সেকেন্ড এবং ফোর্থ সাটার্ডে রয়েছে। রয়েছে ‘হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’, ‘হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে’।

আরও পড়ুন-রোহিণী কাণ্ডে ধৃত ২

একনজরে দেখে নিন অক্টোবরে ব্যাঙ্কের ছুটির তালিকা: অক্টোবর ১ : ব্যাঙ্কের হাফ ইয়ার্লি ক্লোজিং (গ্যাংটক) অক্টোবর ২: মহাত্মা গান্ধী জন্মজয়ন্তী (সব রাজ্যের জন্য), অক্টোবর ৩: রবিবার, অক্টোবর ৬: মহালয়া (আগরতলা, বেঙ্গালুরু, কলকাতা), অক্টোবর ৭: মোরা চৌরেলা হাওবা (ইম্ফল), অক্টোবর ৯: মাসের দ্বিতীয় শনিবার, অক্টোবর ১০: রবিবার, অক্টোবর ১২: দুর্গাপুজো মহাসপ্তমী(আগরতলা, কলকাতা), অক্টোবর ১৩: দুর্গাপুজো মহাঅষ্টমী(আগরতলা, ভুবনেশ্বর, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল , কলকাতা, রাঁচি, পাটনা), অক্টোবর ১৪: দুর্গাপুজো মহানবমী/দশেরা/অযুথা পূজা (আগরতলা, বেঙ্গালুরু, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, পাটনা, রাঁচি, শিলং, শ্রীনগর, তিরুবন্তপুরুম), অক্টোবর ১৫: দুর্গাপুজো বিজয়া দশমী/দশহরা/দশেরা অক্টোবর ১৬: দুর্গাপুজো- (গ্যাংটক), অক্টোবর ১৭: রবিবার, অক্টোবর ১৮: কাটি বিহু (গুয়াহাটি), অক্টোবর ১৯: ইদ-ই-মিলাদ, অক্টোবর ২০:বাল্মীকি জন্মতিথি/লক্ষ্মীপুজো/ ইদ-ই-মিলাদ (আগরতলা, বেঙ্গালুরু, চণ্ডীগড়, কলকাতা, শিমলা), বেঙ্গালুরু, চণ্ডীগড়, কলকাতা, শিমলা), অক্টোবর ২২: শুক্রবার ও ইদ-ই-মিলাদুল-নবি (জম্মু, শ্রীনগর), অক্টোবর ২৩: চতুর্থ শনিবার, অক্টোবর ২৪: রবিবার, অক্টোবর ২৬: অধিগ্রহণ দিবস (জম্মু, শ্রীনগর), অক্টোবর ৩১: রবিবার।

Latest article