দুর্গাপুজো (Durgapuja) উপলক্ষে কলকাতা-সহ গোটা বাংলায় চার দিন বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ক। ব্যাঙ্ক বন্ধ থাকছে মহাসপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত। মহাপঞ্চমীর দিন মাসের চতুর্থ শনিবার ও মহাষষ্ঠীর দিন রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। সবমিলিয়ে রাজ্যে টানা ৬ দিন ছুটি থাকবে। অতএব ব্যাঙ্কে কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে সেটা বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যে শেষ করতে হবে। ৩রা অক্টোবর, শুক্রবার ফের রাজ্যে খুলবে ব্যাঙ্ক। ৪ অক্টোবর, শনিবার ব্যাঙ্ক খোলা থাকবে। আবার ৫ অক্টোবর, রবিবার ব্যাঙ্ক বন্ধ। ৬ অক্টোবর, সোমবারও লক্ষ্মীপুজো উপলক্ষ্যে পশ্চিমবঙ্গে বন্ধ থাকছে ব্যাঙ্ক।
আরও পড়ুন-মুর্শিদাবাদে নিয়ন্ত্রণ হারিয়ে মালবোঝাই ২ লরির মুখোমুখি সংঘর্ষ, দাউ দাউ করে জ্বলল আগুন
এক নজরে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক
২৭ সেপ্টেম্বর: মাসের চতুর্থ শনিবার
২৮ সেপ্টেম্বর: রবিবার
২৯ সেপ্টেম্বর: মহাসপ্তমী
৩০ সেপ্টেম্বর: মহাষ্টমী
১ অক্টোবর: মহানবমী
২ অক্টোবর: বিজয়া দশমী ও গান্ধী জয়ন্তী
উল্লেখ্য, দুর্গাপুজো উপলক্ষে আগরতলা-সহ গোটা ত্রিপুরাতেও বন্ধ থাকবে ব্যাঙ্ক। মহাষ্টমীর দিন, মঙ্গলবার কলকাতা ও আগরতলা ছাড়াও গুয়াহাটি, জয়পুর, ইম্ফল, ভুবনেশ্বর, পাটনা, রাঁচীতেও ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর জন্য গোটা দেশে বন্ধ থাকবে সব ব্যাঙ্ক। আরবিআইয়ের ব্যাঙ্ক ছুটির তালিকা অনুযায়ী রাজস্থান ছাড়া সারা দেশের অন্য ব্যাঙ্কে নবরাত্রির প্রথম দিন উপলক্ষে কোনও সরকারি ছুটি নেই। সব জায়গায় ব্যাঙ্ক খোলা থাকছে। মহারাজা হরি সিংয়ের জন্মদিন উপলক্ষে জয়পুরে অবশ্য একটি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।