উপনির্বাচনে প্রস্তুত বাঁকুড়া প্রশাসন

মঙ্গলবার দুপুর থেকেই সিমলাপাল মদনমোহন হাই স্কুলের ডিসিআরসি থেকে ইভিএম নিয়ে পোলিং কর্মীরা ভোটকেন্দ্রে রওনা হয়ে যান।

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : আজ, বুধবার সকাল সাতটা থেকে বাঁকুড়ার তালডাংরা কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হচ্ছে। মঙ্গলবার দুপুর থেকেই সিমলাপাল মদনমোহন হাই স্কুলের ডিসিআরসি থেকে ইভিএম নিয়ে পোলিং কর্মীরা ভোটকেন্দ্রে রওনা হয়ে যান। এই কেন্দ্রের তৃণমূল-সহ মোট পাঁচ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২ লক্ষ ৪১ হাজার ৪৯৭ ভোটার।

আরও পড়ুন-কড়া ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

এর মধ্যে পুরুষ ও মহিলা ভোটার যথাক্রমে ১ লক্ষ ২২ হাজার ৫০৯ ও ১ লক্ষ ১৮ হাজার ৯৮৮ জন। মোট ভোটগ্রহণ কেন্দ্র ২৬৪, সেক্টর সংখ্যা ৩১। জেলাশাসক সিয়াদ এন জানিয়েছেন, ১০০ শতাংশ কেন্দ্রেই ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। ১ হাজার ২৬৮ জন ভোটকর্মী ভোটগ্রহণে নিযুক্ত থাকছেন বলে জানা গিয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন সূত্রে। ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

Latest article