প্রতিবেদন : জটিল অস্ত্রোপচারে নজির গড়ল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল। ঝাড়খণ্ডের বাসিন্দা আলপনা মাহাতর মাথায় এক বিরল এবং বৃহৎ আকারের টিউমার ধরা পড়ে। তার সফল অপারেশন করে ওই মহিলার প্রাণ বাঁচালেন হাসপাতালের চিকিৎসকেরা। গত এক মাস ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার আলপনা দেবী তাঁর শরীরের ভারসাম্য রাখতে পারছিলেন না। জল খেতে সমস্যা হচ্ছিল। প্রথমে জামশেদপুরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে রোগনির্ণয় করা যায়নি। শেষে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যালে নিয়ে আসা হলে কর্তৃপক্ষ বিভিন্ন পরীক্ষানিরীক্ষার পর রিপোর্ট দেখে বুঝতে পারেন, মস্তিষ্কে একটি বৃহৎ আকারের টিউমার আছে। দ্রুত অপারেশনের ব্যবস্থা করার পর মেলে বড় সাফল্য।
আরও পড়ুন-মাঠে মাঠে ধরছে সরষে ফুল, মৌমাছির বাক্স বসাচ্ছেন মৌচাষিরা
হাসপাতালের নিউরো সার্জন চিরন্তন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মেডিক্যাল টিম কার্যত অসাধ্যসাধন করে মরণাপন্ন আলপনাকে সম্পূর্ণ সুস্থ করে তোলেন। আর কিছুদিনের মধ্যেই তিনি ঝাড়খণ্ডের বাড়ি রওনা দেবেন। বাঁকুড়া সম্মিলনীর শল্যবিদ ডাঃ চিরন্তন বন্দ্যোপাধ্যায় বলেন, রোগীর সেরিব্রামে বড় আকারের টিউমারটির অস্ত্রোপচার অত্যন্ত জটিল ছিল। এই ধরনের অপারেশন বাঁকুড়া কেন, অনেক বড় হাসপাতালেও খুব কম হয়। আমি চাই ভবিষ্যতে বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে সফলভাবে আরও এমন জটিল অস্ত্রোপচার হোক। হাসপাতালের সুপার অর্পণ গোস্বামী বলেন, বর্তমানে যা পরিকাঠামো রয়েছে, তা দিয়েই এই জটিল অস্ত্রোপচার সম্ভব হয়েছে। তবে ভবিষ্যতে যাতে আরও ভালভাবে এই ধরনের অপারেশন করা যায়, সে জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই উন্নত পরিকাঠামোর আবেদন জানিয়েছি।
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…