অতিরিক্ত গরমে নাজেহাল বাঁকুড়া, ভারী বৃষ্টির প্রতীক্ষা

তীব্র গরমে বেশি সমস্যার পড়ছেন অসুস্থ ব্যক্তি, বয়স্ক ও শিশুরা। গ্রীষ্মের প্রথম দিকে তেমন গরম অনুভূত না হলেও জ্যৈষ্ঠের সঙ্গেই শুরু হয়েছে দাবদাহ

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : অতিরিক্ত গরমে রোদের তাপে পুড়ছে লালমাটির জেলা। মাঝেসাঝে দু-একফোঁটা বৃষ্টি পড়লেও ভারী বৃষ্টির দেখা নেই। বেলা বাড়লে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। বাঁকুড়ায় পারদ ৪৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এই অতিরিক্ত তাপমাত্রার কারণে মানুষ নাজেহাল হয়ে পড়ছেন।

আরও পড়ুন-স্বাস্থ্যসাথী কার্ডে হৃদযন্ত্রের ঝুঁকিপূর্ণ সফল অস্ত্রোপচার

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তেজ। তাতেই জনজীবন ব্যাহত হয়ে পড়ছে বাঁকুড়াবাসীর। খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। যাঁরা বেরচ্ছেন, কেউ মাথায় ছাতা, কেউ সাদা কাপড়ে মুখ ঢাকা। ভাটা পড়েছে ব্যবসায়। গরমে মানুষ বাড়ি থেকে বেরোতে না পারায় টোটোচালক থেকে রিকশাওয়ালা— সবাই আর্থিক অনটনের সম্মুখীন হতে হচ্ছেন। আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে। রোদ এবং গরমের তীব্রতার সঙ্গে বাড়ছে মানুষের বিভিন্ন রোগ এবং স্বাস্থ্য-ঝুঁকি। হিটস্ট্রোকে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে বাঁকুড়ায়। তীব্র গরমে বেশি সমস্যার পড়ছেন অসুস্থ ব্যক্তি, বয়স্ক ও শিশুরা। গ্রীষ্মের প্রথম দিকে তেমন গরম অনুভূত না হলেও জ্যৈষ্ঠের সঙ্গেই শুরু হয়েছে দাবদাহ। অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা পেতে সকলেই তাকিয়ে ভারী বৃষ্টির দিকে। অপেক্ষায় দিন গুনছে কবে আসবে ভারী বৃষ্টি।

Latest article