প্রতিবেদন : সাধারণ মানুষের সুবিধার্থে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সর্বত্র ভোটাধিকার সুরক্ষার লক্ষ্যে তৃণমূলের পক্ষ থেকে প্রতিটি এলাকায় শিবির খোলা হয়েছে। স্থানীয় সাংসদ তথা বিএলএ–১ প্রতিনিধিত্বকারী বাপি হালদার এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন।
আরও পড়ুন- রেড সিগন্যাল উপেক্ষা করেছিলেন চালক? বিলাসপুরে মালগাড়িতে ধাক্কা যাত্রিবাহী ট্রেনের, হত অন্তত ১০
ইতিমধ্যেই তিনি কৃষ্ণচন্দ্রপুরে বিশেষ শিবিরে এই প্রক্রিয়ার সূচনা করেছেন। শুধু তাই নয়, সাংসদ প্রতিটি ক্যাম্পে উপস্থিত হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর ফর্ম পূরণে সাহায্য করছেন৷ ভুল তথ্য বা বাদ-পড়া নাম সংগ্রহ এবং সংশোধনের ঠিক পদ্ধতি সম্পর্কে নির্দেশ দিচ্ছেন। কোনওভাবে যাতে বৈধ নাগরিক ভোটাধিকার না হারান, তা নিশ্চিত করতে তৃণমূল কঠোর নজরদারি চালাচ্ছে, জানান বাপি৷

