বরানগরে শুটআউটের কিনারা, ধৃত আক্রান্তের স্ত্রী, তার প্রেমিক-সহ চার

৪৮ ঘণ্টার মধ্যে বরানগরে শুটআউটের কিনারা করল পুলিশ। গ্রেফতার হল গুলিতে জখম বিকাশ মজুমদারের স্ত্রী ও তার প্রেমিক-সহ চারজন।

Must read

প্রতিবেদন : ৪৮ ঘণ্টার মধ্যে বরানগরে শুটআউটের কিনারা করল পুলিশ। গ্রেফতার হল গুলিতে জখম বিকাশ মজুমদারের স্ত্রী ও তার প্রেমিক-সহ চারজন। ঘটনার মূলে উঠে এসেছে বিবাহবহির্ভূত সম্পর্কের তত্ত্ব। পুলিশের দাবি, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল বিকাশের স্ত্রী রেখা। সে ও তার প্রেমিক মিলে তাদের পথের কাঁটা রেখার স্বামী বিকাশকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। তার জন্য ভাড়া করা হয় দুই দুষ্কৃতীকে। তারাই গুলি চালায়। কিন্তু কপালজোরে প্রাণে বেঁচে যান বিকাশ।

আরও পড়ুন-তৃণমূলের সহায়তা শিবিরে আগুন, কাঠগড়ায় বিজেপি

পুলিশ তদন্ত নেমে চারজনকেই গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রেখা মজুমদার, রেখার প্রেমিক পারদীপ দে, দুই দুষ্কৃতী বাইকচালক সুশান্ত আদক ও আততায়ী শামিম লস্কর। জানা গিয়েছে, মেটিয়াব্রুজ থানার ফতেপুর থেকে পারদীপ ও বাকিদের গ্রেফতার করা হয়। বিকাশ ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে স্ত্রী-সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আদালতে পেশ করা হয়েছে। গত ২১ নভেম্বর, শুক্রবার সকালে বরানগর পুরসভার নর্দার্ন পার্ক এলাকার বাসিন্দা বিকাশ মজুমদারকে লক্ষ্য করে গুলি চালায় এক বাইক আরোহী। কিন্তু বেঁচে যান বিকাশ। গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

Latest article