দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেল মুর্শিদাবাদের ‘বরানগর’, আবেগঘন পোস্ট মুখ্যমন্ত্রীর

বরানগর হল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগ মহকুমার মুর্শিদাবাদ -জিয়াগঞ্জ সিডি ব্লকের একটি গ্রাম। বরানগর বহু জায়গায় বটনগর নামেও পরিচিত।

Must read

২০২৩ এর পর ফের একবার বঙ্গের এক গ্রাম দেশের সেরা পর্যটন গ্রামের শিরোপা ছিনিয়ে নিল। নরেন্দ্র মোদি সরকারের পর্যটন মন্ত্রক ঘোষণা করল দেশের সেরা পর্যটন গ্রাম হল মুর্শিদাবাদ জেলার বরানগর। এরপরেই সোশাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ”দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেল মুর্শিদাবাদের (Murshidabad) বরানগর। মুর্শিদাবাদের এই গ্রামকে দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি দিয়েছে পর্যটন মন্ত্রক (Tourism Department of India)। আমি এটা জানাতে পেরে অত্যন্ত আনন্দিত যে মুর্শিদাবাদ জেলার বরানগর গ্রামকে ভারত সরকারের পর্যটন মন্ত্রক কৃষি-পর্যটন বিভাগে ‘সেরা পর্যটন গ্রাম’ হিসেবে নির্বাচিত করেছে। আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে এই পুরস্কার প্রদান করা হবে। আসুন আমাদের রাজ্যের অন্যান্য সকল সম্পদ আমরা প্রচারের আলোয় আনার দায়িত্ব গ্রহণ করি।”

আরও পড়ুন-২ বছর ধরে মহিলাকে ধর্ষণের অভিযোগ কর্ণাটকে বিজেপি বিধায়কের বিরুদ্ধে

উল্লেখ্য, বরানগর হল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগ মহকুমার মুর্শিদাবাদ -জিয়াগঞ্জ সিডি ব্লকের একটি গ্রাম। বরানগর বহু জায়গায় বটনগর নামেও পরিচিত। এখানকার মন্দিরগুলি পশ্চিমবঙ্গের প্রচুর মন্দিরের মধ্যে প্রাচীন ও আকৃতির দিক থেকে বিশেষভাবে আকর্ষণীয় যা পর্যটনের ক্ষেত্রে বেশ উপযোগী। পোড়ামাটির কারুকার্য করা মন্দিরগুলির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল চারটি একচালা বাংলা-মন্দির, যা ‘চার-বাংলা’ নামে বিখ্যাত। মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। শুধু তাই নয়, চার-বাংলা মন্দিরের পাশে টেরাকোটার কাজ করা চারটি অষ্টকোণ শিবমন্দির রয়েছে। এখানে সবথেকে আকর্ষণীয় হল মন্দিরের চূড়াগুলি উল্টানো পদ্মফুলের মতো দেখতে। চার-বাংলা মন্দিরের দক্ষিণ দিকে আঞ্চলিক লোকদেবতা পঞ্চাননরূপী শিবের একটি এক-বাংলা মন্দির এখনও রয়েছে।

 

Latest article