বারাসত মেডিক্যাল কলেজে ক্লাস শুরু ১৫ই

ইতিমধ্যে ৫০ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। তাদের মথ্যে ১০-১২ জন বারাসত ও মধ্যমগ্রাম এলাকার। সাংসদ বলেন, পরিকাঠামো, শিক্ষক সব কিচ্ছুই প্রস্তুত।

Must read

সংবাদদাতা, বারাসত : চলতি মাসের ১৫ তারিখ থেকে বারাসত মেডিক্যাল কলেজের পঠনপাঠন শুরু হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে রোগী কল্যাণ সমিতির সভায় এসে জানালেন বারাসতের চিকিৎসক সাংসদ কাকলি ঘোষদস্তিদার। এদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে বলেন, মুখ্যমন্ত্রীর আনুকূল্যে জেলার মানুষেরা বিশেষত বারাসতের মানুষেরা এই সুবিধা পেতে চলেছেন।

আরও পড়ুন-সরকারি চিকিৎসকদের বেসরকারি হাসপাতালে অনৈতিক পরিষেবা, কড়া ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্যভবন

ইতিমধ্যে ৫০ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। তাদের মথ্যে ১০-১২ জন বারাসত ও মধ্যমগ্রাম এলাকার। সাংসদ বলেন, পরিকাঠামো, শিক্ষক সব কিচ্ছুই প্রস্তুত। বারাসত হাসপাতালে ৬০০টি বেড আছে। রোগীর চাপ থাকায় অনেক বেশি রোগী সর্বদাই ভর্তি থাকে। বহির্বিভাগে প্রতিদিন ৩ থেকে সাড়ে ৩ হাজার রোগী থাকে। ফলে শিক্ষার্থীদের পাঠ্য পুস্তকের সঙ্গে বিভিন্ন ধরনের রোগীর চিকিৎসা হাতেকলমে করতে পেরে তাদের শিক্ষার পরিপূর্ণ করতে পারবে।

Latest article