বার্সেলোনা, ১০ মে : নাটকের শেষ দৃশ্যে কি বড় চমক আসতে চলেছে! রবিবার লা লিগার বার্সেলোনার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। মগজাস্ত্রের লড়াইয়ে হ্যান্সি ফ্লিক না কার্লো আনচেলোত্তি, কে কাকে টেক্কা দেন, সেটাই দেখার। এটাই আবার কোচ হিসেবে আনচেলোত্তির শেষ এল ক্লাসিকো। কারণ স্প্যানিশ মিডিয়ার দাবি, মরশুম শেষ হলেই রিয়ালের দায়িত্ব ছেড়ে ব্রাজিলের কোচ হচ্ছেন তিনি।
আরও পড়ুন-স্মার্ট কলকাতায় এবার এসে গেল নয়া অ্যাপ, হোয়ার ইজ মাই বাস!
রবিবাসরীয় এল ক্লাসিকোকে বিশেষজ্ঞরা আবার চিহ্নিত করছেন খেতাবি দৌড়ের নির্ণায়ক ম্যাচ হিসেবে। ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। এই ম্যাচটা জিতলে লা লিগা খেতাব কার্যত মুঠোর এসে যাবে বার্সা। অন্যদিকে, রিয়াল জিতলে দু’দলের পয়েন্টের ব্যবধান কমে হবে মাত্র এক। লিগের শেষ প্রান্তে কি এই চমকটা দিতে পারবেন কিলিয়ান এমবাপেরা।
চলতি মরশুমে একবার-দু’বার নয়, তিন-তিনবার চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরেছে রিয়াল! এই তিনটে ম্যাচে হজম করেছে এক ডজন গোলও! এবারের এল ক্লাসিকো আবার বার্সেলোনার হোম ম্যাচ। কিন্তু মজার কথা, বার্সার ঘরের মাঠে রিয়ালের রেকর্ড আবার বেশ উজ্জ্বল। পরিসংখ্যান বলছে, এখানে শেষ পাঁচটা ক্লাসিকোর মধ্যে চারবারই জিতেছে রিয়াল! যেন এটাই তাদের সেকেন্ড হোম। ২০২৩ কোপা দেল রে সেমিফাইনালে এই মাঠেই বার্সেলোনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল রিয়াল। সেদিন হ্যাটট্রিক করেছিলেন করিম বেঞ্জেমা। এমবাপে-ভিনিসিয়াসরা কি পারবেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে!
মরশুমজুড়ে অনবদ্য ফুটবল উপহার দেওয়া হ্যান্সি ফ্লিকের বার্সা আবার কয়েকটা দিন আগেই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে। যাতে ফ্লিকের ত্রিমুকুট জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সেই মানসিক ধাক্কা পুরোপুরি সামলে ওঠার আগেই ইয়ামাল-রাফিনহাদের ফের মাঠে নেমে পড়তে হচ্ছে। ফলে ফ্লিকের ফুটবলারদের কাছে রবিবারের ম্যাচটা কঠিন পরীক্ষা তো বটেই। শনিবার সাংবাদিক বৈঠকে ফ্লিক বলেন, ‘‘চ্যাম্পিয়ন্স লিগের হার অতীত। আমাদের লক্ষ্য এখন লা লিগা খেতাব জয়। হাতে এখনও চারটে ম্যাচ রয়েছে। তবে আপাতত ফোকাস কালকের ম্যাচ। ছেলেরা আরও একটা এল ক্লাসিকো জেতার জন্য ঝাঁপাবে।’’