জেড্ডা, ১২ জানুয়ারি : নতুন বছরের প্রথম এল ক্লাসিকোয় বাজিমাত বার্সেলোনার। মরুশহর জেড্ডায় আয়োজিত ফাইনালে রিয়াল মাদ্রিদকে (real madrid vs barcelona) ৩-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হলেন লামিনে ইয়ামালরা।
পুরোপুরি ফিট নন। তাই কিলিয়ান এমবাপেকে শুরুতে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখেছিলেন জাবি আলোন্সো। রিয়াল শুরুটাও করেছিল রক্ষণাত্মকভাবে। ফলে যা হওয়ার তাই হয়েছে। ৩৬ মিনিটেই রাফিনহার গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। বাঁ প্রান্ত দিয়ে রিয়ালের বক্সে ঢুকে প্রতিপক্ষ গোলকিপার থিবো কুর্তোয়াকে পরাস্ত করেন ব্রাজিলীয় তারকা। এর ঠিক এক মিনিট আগেই সহজ সুযোগ মিস করেছিলেন রাফিনহা। তবে ভুল শুধরে নিলেন দ্রুত।
আরও পড়ুন-রাজ্যে নিপা ভাইরাস, মোকাবিলায় তৎপর নবান্ন
এই গোলের পরেই ম্যাচ নাটকীয় মোড় নেয়। প্রথমার্ধের সংযুক্ত সময়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে তিন-তিনটি গোলের সাক্ষী থাকেন দর্শকরা! ৪৭ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে ১-১ করে দেয় রিয়াল। রিয়ালের দুই ডিফেন্ডারকে টপকে গিয়ে দুরন্ত গোলে সমতা ফেরান ভিনি। দু’মিনিট পরেই পেদ্রির পাস থেকে বল পেয়ে গোল করে বার্সলোনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন রবার্ট লেয়নডস্কি। নাটকের তখনও বাকি ছিল। সংযুক্ত সময়ের শেষ মুহূর্তে গঞ্জালো গার্সিয়ারের গোলে ২-২ করে ফেলে রিয়াল (real madrid vs barcelona)।
দ্বিতীয়ার্ধের শুরুতে দু’দলই উদ্দেশ্যহীন ফুটবল খেলেছে। ৭১ মিনিটে ইয়ামালের দূরপাল্লার শট দক্ষতার তুঙ্গে উঠে সেভ করেন কুর্তোয়া। দু’মিনিট পরেই রাফিনহার গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। বক্সের ভিতর থেকে নেওয়া রাফিনহার শট রিয়ালের রাউল আসেনসিওর পায়ে লেগে জালে জড়ায়। পিছিয়ে পড়ার পর মরিয়া রিয়াল কোচ আলোন্সো ৭৬ মিনিটে মাঠে নামিয়ে নেন এমবাপেকে। কিন্তু কাজের কাজ করতে পারেননি ফরাসি তারকা। তবে সংযুক্ত সময়ের একেবারে শেষ দিকে এমবাপেকে ফাউল করে লাল কার্ড দেখেন বার্সার ডাচ মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি’ইয়ং। সংযুক্ত সময়ের পঞ্চম এবং ষষ্ঠ মিনিটে পরপর দু’টি সহজ সুযোগ নষ্ট করেন রিয়ালের আলভারো ক্যারেরাস ও আসেনসিও।
হারের পর অখেলোয়াড়চিত আচরণ করে বিতর্ক জড়িয়েছেন এমবাপে। চ্যাম্পিয়ন বার্সেলোনাকে গার্ড অফ অনার দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়ানোর প্রস্তুতি শুরু করেছিলেন রিয়ালের ফুটবলাররা। কিন্তু এমবাপে সতীর্থদের টেনে সরিয়ে নিয়ে যায়! এদিকে, হ্যান্সি ফ্লিকের কোচিংয়ে চার নম্বর ট্রফি জয়ের পর উৎসবে ভেসে গিয়েছে বার্সেলোনা শিবির।

