মাদ্রিদ, ২১ মার্চ : ২২ মিনিটের একটা ঝড়। আর তাতেই উড়ে দেল রিয়াল মাদ্রিদের যাবতীয় প্রতিরোধ। নিজেদের ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিরুদ্ধে ০-৪ গোলে হারের লজ্জায় মুখ ঢাকল লা লিগার শীর্ষে থাকা রিয়াল। অন্যদিকে, শেষ পাঁচটি এল ক্লাসিকোতে টানা হারের পর, জয়ের স্বাদ পেল বার্সা। তাও আবার এত বড় ব্যবধানে।
আর্সেনাল থেকে বার্সেলোনায় (Barcelona) যোগ দেওয়ার পর নিয়মিত গোল করে চলেছেন পিয়েরে এমেরিক আবুমেয়ং। অভিষেক এল ক্লাসিকোয় জোড়া গোল করে ছন্দ ধরে রাখলেন তিনি। ২৯ মিনিটে আবুমেয়ংয়ের গোল দিয়ে শুরু। ৫১ মিনিটে দলের চতুর্থ গোলটিও এল আবুমেয়ংয়ের পা থেকে। মাঝে আরও দু’টি গোল করে গেলেন রোনাল্ড আরাউজো (৩৮ মিনিট) এবং ফেরান তোরেস (৪৭ মিনিট)।
চোটের জন্য ম্যাচটা খেলতে পারেননি করিম বেঞ্জেমা। একই কারণে ছিলেন না লেফটব্যাক ফারলাঁ মেন্দিও। তাই ম্যাচের শুরু থেকেই কিছুটা চাপে ছিল রিয়াল। তাই বলে এত বড় ব্যবধানে জয় আশা করেননি জাভি হার্নান্দেজ। খেলা শেষ হওয়ার পর বার্সেলোনা কোচের স্বীকারোক্তি, ‘‘ফুটবলাররা অসাধারণ খেলল। তবে ওদের মাঠে এভাবে দাপট দেখিয়ে জিতব আশা করিনি। বরং ভেবেছিলাম হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমি দারুণ খুশি।’’ অন্যদিকে, রিয়াল কোচ কার্লো আনসেলত্তি ব্যর্থতার যাবতীয় দায় নিজের কাঁধে নিচ্ছেন। তাঁর বক্তব্য, ‘‘এই ম্যাচে আমরা যা করেছি, সবই ভুল হয়েছে। তবে এই রেজাল্ট ভুলে আমাদের সামনের দিকে তাকাতে হবে। আমি ফুটবলারদের বলেছি, কোচ হিসেবে ব্যর্থতার সব দায় আমার।’’
প্রসঙ্গত, মর্যাদার লড়াইয়ে বিশ্রীভাবে হেরে গেলেও, ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রইল রিয়াল। ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা (Barcelona)।