বার্সেলোনা, ১৫ মে : এসপ্যানিওলকে ৪-২ গোলে হারিয়ে লা লিগা খেতাব জিতে নিল বার্সেলোনা। তাও আবার চার ম্যাচ হাতে রেখেই! রবিবার রাতে জয়ের পরই দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের ধরাছোঁয়ার বাইরে চলে যায় কাতালান জায়ান্টরা। ৩৪ ম্যাচে বার্সার পয়েন্ট ৮৫। অন্যদিকে, সমান ম্যাচে রিয়ালের ৭১ পয়েন্ট। শেষ চারটে ম্যাচ জিতলেও বার্সেলোনাকে ছুঁতে পারবে না রিয়াল।
আরও পড়ুন-ধোনি-অবসর ওড়াল সিএসকে
লিওনেল মেসি ক্যাম্প ন্যু ছাড়ার পর এই প্রথমবার স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন হল বার্সা। প্রসঙ্গত, ২০১৮ সালে শেষবার লা লিগা চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা। সেবার দলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা পালন করেছিলেন মেসি। কিন্তু আর্জেন্টাইন মহাতারকা ক্লাব ছাড়েন ২০২১ সালে।
আরও পড়ুন-বিশ্বের ক্রীড়াবিদদের পাশে চান বিনেশরা
জিতলেই চ্যাম্পিয়ন, এই পরিস্থিতিতে মাঠে নেমে শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়েছিল বার্সেলোনা। ১১ মিনিটেই রবার্ট লেয়নডস্কির গোলে এগিয়ে যায় দল। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেজান্দ্রো বালডে। বিরতির ঠিক আগে দলের তৃতীয় তথা ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন লেয়নডস্কি। ৫৩ মিনিটে ৪-০ করেন জুলেস কুন্ডে। ৭৩ ও ৯২ মিনিটে এসপ্যানিওল দু’টি গোল শোধ করলেও, ম্যাচ জিততে কোনও সমস্যা হয়নি বার্সার।
আরও পড়ুন-ফের জরিমানা, নির্বাসনের আশঙ্কা নাইট অধিনায়ককে ঘিরে
রেফারির শেষ বাঁশি বাজার পর মাঠেই উৎসবে মেতে ওঠেন লেয়নডস্কিরা। তবে নিজেদের মাঠে বিপক্ষ ফুটবলারদের এই উৎসব মেনে নিতে পারেননি এসপ্যানিওল সমর্থকরা। একটা প্রান্তের গ্যালারি টপকে মাঠে ঢুকে পড়েছিলেন বেশ কয়েকজন এসপ্যানিওল সমর্থক। তবে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আরও পড়ুন-ঝড়ের তাণ্ডবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে যায় রাস্তায়, অল্পের জন্য এড়ানো গেল দুর্ঘটনা
এদিকে, শেষবার লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা দলের অন্যতম সদস্য ছিলেন। এবার তাঁর কোচিংয়ে পাঁচ বছর পর ফের খেতাব জিতল দল। উচ্ছ্বসিত জাভি হার্নান্দেজ বলছেন, ‘‘অসাধারণ একটা মুহূর্ত। দুর্দান্ত অনুভূতি। গোটা দলকে অভিনন্দন। এটা আমাদের প্রাপ্য ছিল। এর জন্য গত ১০ মাস ধরে আমরা কঠোর পরিশ্রম করেছি।’’
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…