প্রতিবেদন : বেঙ্গল সুপার লিগের (বিএসএল) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আগামী ১৪ ডিসেম্বর শুরু হচ্ছে শ্রাচী স্পোর্টসের পরিচালনায় বিএসএলের প্রথম সংস্করণ। রাজ্যের আটটি জেলা ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে প্রতিযোগিতায়। শনিবার কলকাতা ক্রীড়া সংবাদিক ক্লাবে হাওড়া হুগলি ওয়ারিয়র্স এফসি-র জার্সি, লোগোর উদ্বোধন হল। হাওড়া হুগলি ওয়ারিয়র্সের হেড কোচ হয়ে ময়দানে নতুন ইনিংস শুরু করছেন হোসে রামিরেজ ব্যারেটো। দলে রয়েছেন পাওলো সিজারের মতো ব্রাজিলীয় ফুটবলার।
আরও পড়ুন-রো-কো আর যশস্বীতে মুঠোয় সিরিজ
২৫ জন স্কোয়াড অংশগ্রহণকারী প্রতিটি দলের। নতুন সোসাইটি গড়ে হাওড়া হুগলি ওয়ারিয়র্সকে রেজিস্ট্রেশনের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে। জার্সি উদ্বোধন এবং স্কোয়াড ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি রাজীব বন্দ্যোপাধ্যায়, অন্যতম সহসভাপতি প্রবীর ঘোষাল-সহ অন্যরা। আইএফএ কর্তাদের পাশাপাশি, ফ্র্যাঞ্চাইজি দলের কর্তারা এবং আলিভিটো ডি’কুনহার মতো প্রাক্তন তারকারাও উপস্থিত ছিলেন।

