শেষ ষোলোয় বার্সা-রিয়াল

প্রথম একাদশে খেলান। বার্সেলোনার ইতিহাসে সব থেকে বয়স্ক খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি।

Must read

মাদ্রিদ, ৬ জানুয়ারি : লা লিগায় খেতাবি লড়াইয়ে না থাকলেও কোপা দেল রে-র শেষ ষোলোয় জায়গা করে নিল বার্সেলোনা। একই দিনে প্রতিযোগিতার প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে কাতালান ক্লাবটির চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও।
বার্সার জয় অবশ্য এদিন সহজ হয়নি। তৃতীয় ডিভিশনের ক্লাব লিনারেসের বিরুদ্ধে ম্যাচের ১৯ মিনিটেই পিছিয়ে পড়েছিল জাভি হার্নান্দেজের দল। প্রথমার্ধে সেই গোল শোধও হয়নি। বিরতির পর খেলায় ফেরে বার্সা। গোল পরিশোধ করে ম্যাচও জিতে নেয় কাতালান জায়ান্টরা। বার্সার জয়ের নায়ক দুই গোলদাতা ওসমান দেমবেলে ও ফেরান জুতাগলা। লিনারেসকে ২-১ গোলে হারিয়ে কোপা দেল রে-র প্রি-কোয়ার্টার ফাইনালে উঠল বার্সেলোনা। লিনারেসের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

আরও পড়ুন-ঘুরিয়ে জোকারকেই দুষলেন নাদাল

চোট ও কোভিড সংক্রমণের কারণে দলের নিয়মিত বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই এদিন মাঠে নামে জাভির দল। এই ম্যাচ দিয়ে বার্সায় দ্বিতীয়বারের মতো অভিষেক ঘটল ব্রাজিলীয় তারকা দানি দানি আলভেজের। ২০১৬ সালে বার্সা ছেড়ে যাওয়ার পর গত বছরের নভেম্বরে ৩৮ বছর বয়সি এই রাইট উইঙ্গারকে ফিরিয়ে এনেছে বার্সা।

আরও পড়ুন-নেতৃত্বে মিতালি, বাদ জেমাইমা-শিখা, মেয়েদের বিশ্বকাপ দলে বাংলার ঝুলন, রিচা

জাভি তাঁকে এদিন
প্রথম একাদশে খেলান। বার্সেলোনার ইতিহাসে সব থেকে বয়স্ক খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি।
অন্য ম্যাচে আলকয়ানোকে ৩-১ গোলে হারিয়ে কোপা দেল রে প্রতিযোগিতার শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে এদের মিলিতাও রিয়ালকে এগিয়ে দিলেও ৬৬ মিনিটে দানি ভেগার গোলে সমতায় ফেরে আলকয়ানো। মিনিট দশেক পর মার্কো আসেনসিও-র গোলে আবারও এগিয়ে যায় রিয়াল। ৭৮ মিনিটে আলকয়ানোর গোলকিপারের আত্মঘাতী গোলে রিয়ালের জয়টা কার্যত নিশ্চিত হয়ে যায়।

Latest article