জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা শিল্পনগরী দুর্গাপুরে, রেল দুর্ঘটনায় হতাহতদের জন্য পুজােপাঠ

পুরীর রাজ্য আজ মৃত্যুপুরী। শতাব্দীর অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় তিন শতাধিক মানুষ। আহত হয়েছেন সহস্রাধিক

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : পুরীর রাজ্য আজ মৃত্যুপুরী। শতাব্দীর অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় তিন শতাধিক মানুষ। আহত হয়েছেন সহস্রাধিক। এই ভয়ঙ্কর রেল দুর্ঘটনায় হতাহতদের জন্য দুর্গাপুরের ইসকন মন্দির কর্তৃপক্ষের তরফে বিশেষ পূজাপাঠের আয়োজন করা হল শ্রীশ্রীজগন্নাথ দেবের স্নানযাত্রা পর্বে। এই পূজাপাঠ পর্ব চলবে উল্টোরথ পর্যন্ত বলে জানালেন মন্দিরের প্রধান ঔদার্য চন্দ্র দাস।

আরও পড়ুন-হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজে বাড়ছে আসন

তীব্র গরমে যখন পুড়ছে শিল্পাঞ্চল, তখন প্রভু জগন্নাথদেবের এই স্নানযাত্রা পর্ব ঘিরে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনার ছবিটা ছিল চোখে দেখার মতো। তীব্র দহনকালেও ভক্তদের ঢল নামতে দেখা যায় দুর্গাপুরের ইসকন মন্দিরে। বেলা বাড়তেই প্রায় হাজার ছয়-সাত ভক্তের ঢল নামে মন্দির চত্বরে। দীর্ঘ লাইন। হাতে পূজার সামগ্রী নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভক্তরা। চোখে-মুখে চুঁয়ে পড়ছে ঘাম। আর এই দাবদাহ থেকে ভক্তমণ্ডলীদের একটু শান্তি এনে দিতে সকল দর্শনার্থীদের মাথায় স্প্রে সিলিন্ডার থেকে স্প্রে করা হয় ঠান্ডা জল। মন্দিরেই বিশাল ছাউনির তলায় শীতল পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন-বন্দে ভারতের কৃতিত্ব নিলে ট্রেন দুর্ঘটনার দায় নিন প্রধানমন্ত্রী, তোপ অভিষেকের

ইসকনের পক্ষে ঔদার্য চন্দ্র দাস জানালেন, দেশের এই মর্মান্তিক দুর্ঘটনাকালে প্রভু জগন্নাথের স্নানযাত্রার আয়োজন করা হয়েছে। প্রভু জগন্নাথ আজ গজবেশ ধারণ করেছেন। এই রেল দুর্ঘটনায় মৃত ও আহতদের জন্য চলছে প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা। মৃতদের আত্মার শান্তি কামনার্থে ও আহতদের আরোগ্যলাভের জন্য এই প্রার্থনা। এছাড়া রেল দুর্ঘটনায় সকল মৃত আত্মার পারলৌকিক মুক্তি কামনায় বিশেষ ‘অধরপনা’ পানীয় ভোগ নিবেদন করা হবে উল্টোরথের দিনে বলে জানান মন্দির কর্তৃপক্ষ।

Latest article