ব্রিজ টাউন, ২৯ জুলাই : প্রথম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারিয়েছে ভারত। দলের বাঁ-হাতি স্পিন জুটির ঘূর্ণিতে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। কেনসিংটন ওভালে সেই একই চরিত্রের উইকেটে টসে হেরে শুরুতে ব্যাট করে মাত্র ১৮১ রানে অলআউট বিরাট কোহলি, রোহিত শর্মাহীন ভারত।
আরও পড়ুন-বন্ধ ইন্টারনেট, যানবাহন প্রায় নেই, শিবির না নরককুণ্ড, ক্ষোভ
বিশ্বকাপ মহড়ায় চলতি সিরিজে তরুণদের সুযোগ দিতে চেয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সিরিজের প্রথম ওয়ান ডে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় শনিবার দ্বিতীয় ম্যাচে দুই সিনিয়র রোহিত ও কোহলিকে বিশ্রাম দিয়েছিল দল। সেই জায়গায় সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেল খেলেন। অধিনায়কত্ব করেন হার্দিক পান্ডিয়া। কিন্তু ভারতীয় ব্যাটিং নাকাল হল অতি-পরীক্ষা-নিরীক্ষায়।
আরও পড়ুন-জ্বলছে মণিপুর, লজ্জিত-মর্মাহত দেশ, নির্লজ্জ বিজেপি, দিল্লির ‘গুন্ডা’কে তৃণমূলের তোপ
প্রথমে ব্যাট করে শুরুটা ভাল করে ভারত। শুভমন গিল ও ঈশান কিশান ওপেনিং জুটিতে ৯০ রান তোলে। ঈশান (৫৫) এদিনও অর্ধশতরান করেন। কিন্তু শুভমন (৩৪) আউট হতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারতীয় দল। মাত্র ২৩ রানের মধ্যে পরপর পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল।
আরও পড়ুন-দিনের কবিতা
পেসার রোমারিও শেফার্ড, জেডেন সিলস এবং দুই স্পিনার গুরাকেশ মোতিয়ে, ইয়ানিক কারিয়ার দাপটে আউট হয়ে যান শুভমন, ঈশান, অক্ষর প্যাটেল, হার্দিক ও সঞ্জু। স্যামসন ফিরতেই বৃষ্টির জন্য খেলা সাময়িক বন্ধ থাকে। বৃষ্টির পর খেলা শুরু হলে ধাক্কা সামলাতে হাল
ধরেন সূর্যকুমার যাদব ও রবীন্দ্র জাদেজা। কিন্তু দু’জনে চেষ্টা করলেও উইকেটে থিতু হতে পারেননি। সূর্যকুমার (২৪), জাদেজা (১০), শার্দূল (১৬) ফিরতেই ভারতের ইনিংস ২০০-র আগে থেমে যায়।
আরও পড়ুন-দিনের কবিতা
অনবদ্য বোলিংয়ের পাশাপাশি আঁটোসাঁটো ফিল্ডিংয়েও গোটা ইনিংসে ভারতকে চাপে রাখে ওয়েস্ট ইন্ডিজ। ঈশান ও উমরান মালিক অসাধারণ ক্যাচে ফেরেন। পয়েন্টে ঈশানের দুরন্ত ক্যাচ নেন অলিক আথানেজ। উমরানের ক্যাচ অনেকটা দৌড়ে ফরোয়ার্ড ডাইভে নেন কেসি কার্টি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেফার্ড ও মোতিয়ে নেন ৩টি করে উইকেট।