সালজবুর্গ ও মিলান, ১৭ ফেব্রুয়ারি : চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো রাউন্ডের ম্যাচে আরবি সালজবুর্গের কাছে অপ্রত্যাশিতভাবে হোঁচট খেল বায়ার্ন মিউনিখ। আরও স্পষ্ট করে বলতে গেলে, কিংসলে কোম্যানের শেষ মুহূর্তের গোলে, পরাজয় এড়াল জামার্ন জায়ান্টরা। বুধবার রাতের রেডবুল অ্যারিনার ম্যাচটা শেষ পর্যন্ত ১-১ ড্র হয়েছে।
আরও পড়ুন-এশিয়ান কাপ যুবভারতীতে
ঘরের মাঠে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল সালজবুর্গ। গোল করেন স্ট্রাইকার চুকুবুইকে আদামু। ১২ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নেমে, ২১ মিনিটে গোল করেন তিনি। তবে ম্যাচের একেবার শেষ মিনিটে (৯০) মুলারের ফ্রি-কিক থেকে গোল করে বায়ার্নকে লজ্জার হার থেকে রক্ষা করেন কিংসলে কোম্যান।
আরও পড়ুন-স্বাস্থ্যসাথীতে বিনামূল্যে অস্ত্রোপচার ফুটবলারের, উদ্যোগ নিলেন বিধায়ক
এদিকে, চ্যাম্পিয়ন্স লিগের অন্য একটি ম্যাচে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ার পর, ৭৫ মিনিটে প্রথম গোল তুলে নেয় লিভারপুল। অ্যান্ডি রবার্টসের কর্নার থেকে হেডে গোল করেন ফিরমিনো। ৮৩ মিনিটে ফের গোল তুলে নেয় লিভারপুল। এবার সালাহর নেওয়া শট ইন্টারের এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। তবে খেলার ৬৩ মিনিটে ইন্টারের এডিন জেকোর গোল অফসাইডের জন্য বাতিল না হলে, ম্যাচের ফল অন্যরকম হতেই পারত।