নয়াদিল্লি, ১০ নভেম্বর : মাত্র কয়েক মাস আগেও তিনি ছিলেন সাদা বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ান অন্যতম উজ্জ্বল মুখ। সেই হার্দিক পান্ডিয়াকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছেঁটে ফেলে কড়া বার্তা দিল বিসিসিআই। বোর্ড সূত্রের খবর, হার্দিককে আপাতত ঘরোয়া ক্রিকেট খেলে নিজের ফিটনেস ও ফর্মের প্রমাণ দিতে হবে। যতদিন না সেটা হচ্ছে, ততদিন তারকা অলরাউন্ডারের জন্য জাতীয় দলের দরজা বন্ধ থাকবে!
আরও পড়ুন : ক্লান্তি সমস্যার দ্রুত সমাধান করতে চান কোচ দ্রাবিড়
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপে হার্দিকের পারফরম্যান্স নিয়ে চূড়ান্ত অখুশি বিসিসিআই। বল করার জন্য ফিট না হওয়া সত্ত্বেও কীভাবে একজন ক্রিকেটারকে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলানো হল? মঙ্গলবারের দল নির্বাচনী সভায় এ নিয়ে বোর্ড কর্তাদের প্রশ্নের মুখে পড়তে হয় নির্বাচকদের। কেন আইপিএল শেষ হওয়ার পর হার্দিককে মরুদেশ থেকে সরাসরি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের জন্য পাঠানো হল না— এই প্রশ্নও ওঠে জোরালো ভাবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জাতীয় নির্বাচক এই প্রসঙ্গে সাফ জানাচ্ছেন, ‘‘হার্দিককে বিশ্রাম নয় বাদ দেওয়া হয়েছে। ওকে নিজের ফিটনেসের প্রমাণ দিতে হবে। জাতীয় দলে ফিরতে গেলে হার্দিককে নিয়মিত বল করতেই হবে। কারণ বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে আমাদের পরিকল্পনায় ওর কোনও জায়গা নেই।’’ তিনি এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘আপাতত হার্দিক নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলুক। ব্যাটে-বলে পারফর্ম করে নিজের ফর্ম এবং ফিটনেসের প্রমাণ দিক। তার পরেই জাতীয় দলের জন্য ওর কথা ভাবা হবে।’’