প্রতিবেদন : ঋদ্ধিমান সাহাকে সাংবাদিকের হুমকি দেওয়া নিয়ে তদন্তে নামছে বিসিসিআই। বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল জানিয়েছেন, ঋদ্ধিমানের কাছে জনৈক সাংবাদিকের নাম জানতে চাওয়া হবে। কিন্তু বাংলার উইকেটকিপার-ব্যাটার স্পষ্ট জানিয়েছেন, তিনি বোর্ডের কাছে সাংবাদিকের পরিচয় প্রকাশ করবেন না। মঙ্গলবার ভারতীয় বোর্ড অনুমোদিত ক্রিকেটারদের সংস্থা আইসিএ-র তরফেও ঋদ্ধিমানের কাছে আর্জি জানানো হল, তিনি অভিযুক্ত সাংবাদিকের নাম প্রকাশ্যে আনুন।
আরও পড়ুন-আমার কাছে চিরকাল তুমি চিকুই থেকে যাবে, বিরাটকে আবেগঘন বার্তা যুবির
তার পর তদন্ত করে সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে পদক্ষেপ করুক বোর্ড।
যদিও ঋদ্ধিমান জানিয়েছেন, এই ব্যাপারে তাঁর সঙ্গে বিসিসিআই এখনও যোগাযোগ করেনি। যদি বোর্ড তাঁর কাছে ওই সাংবাদিকের নাম জানতে চায়, তাদের বলে দেবেন, কারও কেরিয়ারের ক্ষতি করতে তিনি চান না। যে কারণে তিনি ট্যুইটে সাংবাদিকের নাম প্রকাশ করেননি।
ভারতীয় ক্রিকেটারদের সংস্থা আইসিএ মঙ্গলবার বিবৃতি দিয়ে জানিয়ে দিল, তারা ঋদ্ধিমান সাহাকে এক সাংবাদিকের হুমকি দেওয়া বার্তার তীব্র নিন্দা করছে। একই সঙ্গে বিসিসিআই-এর তদন্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। এদিকে, ঋদ্ধিমানের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ক্রিকেটারদের অভিযোগ খতিয়ে দেখতে বেসরকারি এজেন্সিকে দায়িত্ব দিতে চাইছে বিসিসিআই।