মুম্বই, ২৮ এপ্রিল : আইপিএল (IPL) ভক্তদের জন্য সুখবর। ম্যাচ বাড়ছে মেগা টুর্নামেন্টের। জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল।
২০২৫ আইপিএলে মোট ৭৪টি খেলা হওয়ার কথা। তার মধ্যে ১২টি দিনের ম্যাচ। কিন্তু বিসিসিআই এবার ম্যাচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আরও কুড়িটি ম্যাচ বাড়িয়ে ৯৪ ম্যাচের টুর্নামেন্ট করার কথা ভাবছে বিসিসিআিই। তবে সেটা এখনই নয়। ২০২৮ থেকে ৯৪ ম্যাচের আইপিএল হতে পারে বলে জানিয়েছেন ধুমল। ২০২২ থেকে গুজরাট টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টসকে নিয়ে দশ দলের টুর্নামেন্ট হচ্ছে। ম্যাচের সংখ্যা তখনই বেড়ে গিয়েছিল ৭৪-এ। কিন্তু অতিরিক্ত ডাবল-হেডার হওয়ার জন্য টিভি ভিউয়ারশিপের উপর প্রভাব পড়েছে বলে মনে করছেন অনেকে।
আরও পড়ুন- ফের NIA হেফাজত বাড়ল রানার! একাধিক নির্দেশ দিল কোর্ট
ধুমল জানিয়েছেন, আইপিএলে (IPL) ম্যাচের সংখ্যা বাড়ানোর জন্য বিসিসিআই ও আইসিসির সঙ্গে কথা হচ্ছে। তাঁর কথায়, আমাদের মধ্যে কথা চলছে। আমরা দেখছি আইপিএল ও টি-২০ ক্রিকেট নিয়ে ভক্তরা কেমন আগ্রহ দেখাচ্ছেন। স্টেকহোল্ডারদের স্বার্থও কীভাবে সুরক্ষিত করা যায়, সেটাও দেখা হচ্ছে। তিনি জানান, ম্যাচের সংখ্যা একশোর কাছে নিয়ে যেতে পারলে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা করা যাবে। কিন্তু এজন্য ক্রিকেট ক্যালেন্ডারের দিকে চোখ রাখতে হবে। ধুমল মনে করছেন, ৯৪ ম্যাচের আইপিএল হলে সেটা অনেক বেশি ব্যালান্সড টুর্নামেন্ট হবে। তবে সেক্ষেত্রে ৯ সপ্তাহের বদলে ১১ সপ্তাহের টুর্নামেন্ট হবে। ধুমল জানিয়েছেন, তাঁরা ম্যাচ বাড়াতে চান। ৭৪ থেকে ৯৪। একান্ত সম্ভব না হলে ৮৪। তবে সব দলের মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ করতে গেলে ৯৪টি ম্যাচই লাগবে। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম ২০২৭ পর্যন্ত করা আছে। তাই ম্যাচের সংখো বাড়াতে ২০২৮-কে ভেবে রাখা হয়েছে।