১৮৯৫ কোটি টাকা পাবে বিসিসিআই

আইসিসির প্রস্তাবে অখুশি পিসিবি

Must read

করাচি, ১৬ মে : সম্প্রতি আইসিসির তরফে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব অনুযায়ী বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বার্ষিক আয়ের প্রায় ৪০ শতাংশ পেতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI- ICC)। এর ফলে ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত প্রতি বছর ভারতীয় মুদ্রায় প্রায় ১৮৯৫ কোটি টাকা করে পাবে বিসিসিআই (BCCI- ICC)!

এই প্রস্তাব মানতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। পিসিবি চেরায়ম্যান নাজম শেঠি সাফ জানাচ্ছেন, আইসিসির উচিত সিদ্ধান্ত পুর্নবিবেচনা করা। এই প্রস্তাব অনুযায়ী, পাক বোর্ডও আগের থেকে বেশি অর্থ আয় করবে। যদিও পিসিবি প্রধান বলছেন, ‘‘ভারতের বেশি অর্থ পাওয়া উচিত। এই নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু আমরা চাই, আইসিসি আগে স্পষ্ট করুক, কীভাবে এই অর্থ ভাগ করা হচ্ছে। জুন মাসে এই নিয়ে আলোচনা হওয়ার কথা। সেখানে পুরো তথ্য না জানানো হলে আমরা এই প্রস্তাবের বিরোধিতা করব।’’ এদিকে, এশিয়া কাপের আয়োজন হাতছাড়া হতে চলেছে। এটা বুঝতে পেরেই পাল্টা চাপের খেলায় মেতেছে পাক বোর্ড। প্রথমে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ বয়কটের হুমকি দেওয়ার পর এবার শ্রীলঙ্কাকে টার্গেট করল পিসিবি। পাক সংবাদমাধ্যমের খবর, পিসিবির ‘হাইব্রিড মডেল’ মেনে না নিলে, শ্রীলঙ্কার বিরুদ্ধে জুলাইয়ে দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলবে না পাকিস্তান!

আরও পড়ুন- পেলের সমাধি এখন ভক্তদের জন্য উন্মুক্ত

Latest article