সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে মহিলা চা শ্রমিকদের মধ্যে দারুন উচ্ছাস। দিন গুনছিলেন ,প্রকল্পের সুবিধা হাতে পাওয়ার জন্য। এবার তাঁদের সামনে সেই সুযোগ খুলে দিল রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি। এমনিতেই চা শ্রমিকদের আয় সামান্য, যাতে নির্ভর করে তাদের খুব কষ্টের মধ্যে দিয়ে দিনযাপন করতে হয় ।
আরও পড়ুন : তালিবানদের সঙ্গে যুদ্ধ করতে আমরা তৈরি : আমির আকমল
এবার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাঁরা প্রতি মাসে যে আর্থিক সহায়তা পাবেন, তাতে তাঁদের সংসারের কিছু সমস্যা অন্তত মিটবেই বলে মনে করছেন মহিলা শ্রমিকরা।এই কারণেই আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের চা বাগানের মহিলা শ্রমিকরা সবাই যাতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পায়, তার জন্যম উদ্যো গ গ্রহণ করল ব্লক প্রশাসন ।
আরও পড়ুন : ত্রিপুরায় সুদীপদের লড়াইকে সামনে রেখে ২৮ অগস্টের জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের
দুয়ারে সরকার কর্মসূচির আগের দিন বি ডি ও নিজে চা বাগানে গিয়ে পাতা তোলার কাজে ব্যস্ত থাকা মহিলা শ্রমিকদের হাতে বাগানেই তুলে দিচ্ছেন সেই আবেদন পত্র। দুয়ারে সরকারের শিবিরে গিয়ে কোনও কোনও কাগজ পত্র সহ তা জমা দিতে হবে তাও বলে দিচ্ছেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ জানান, দুয়ারে সরকার কর্মসূচি যে এলাকায় হচ্ছে, আমরা আগের দিন ওই এলাকায় পৌঁছে কর্মরত মহিলা শ্রমিকদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন পত্র পৌঁছে দিচ্ছি। যাতে তাঁরা দুয়ারে সরকারে এসে লক্ষ্মীর ভাণ্ডার আবেদনপত্র জমা করতে পারে। আমাদের উদ্দেশ্য, যাতে সবাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পায়। মহিলা শ্রমিক মালতী ওঁরাও বলেন, “আমরা সারাদিন চা পাতা তোলার কাজে ব্যস্ত থাকি। তাই একই দিনে আবেদন তুলে সব কিছু জমা দেওয়া সম্ভব হত না। কিন্তু বিডিও সাহেব আমাদের হাতে আগের দিন আবেদন পত্র দিয়ে যাচ্ছেন , ফলে পরেরদিন ক্যাম্পে গিয়ে জমা করতে খুব সুবিধা হচ্ছে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…