সংবাদদাতা, বোলপুর : ধান-কেনাবেচার দুর্নীতি রুখতে তৎপর বোলপুর-শ্রীনিকেতন ব্লকের বিডিও সত্যজিৎ বিশ্বাস। বলেন, কিষান মাণ্ডিতে ধানকেনার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কোনওভাবেই তার ব্যতিক্রম ঘটলে চলবে না। চলবে না কালোবাজারি।
আরও পড়ুন-চারটি কাঁচা রাস্তাকে পাকা করে দিচ্ছেন মন্ত্রী বীরবাহা, বিশ্ববিদ্যালয়ে দিলেন কম্পিউটার
বোলপুরের রামকৃষ্ণ রাইস মিলের বিরুদ্ধে অভিযোগ, কুইন্টাল প্রতি অতিরিক্ত ধান নিয়ে নেওয়া হচ্ছে চাষিদের কাছ থেকে। যদিও এ-বিষয়ে রাইস মিলের ম্যানেজার ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে চাননি। বোলপুর কিষান মাণ্ডির দায়িত্বে থাকা এক আধিকারিক জানান, চাষিরা ধান বিক্রি করতে আসছেন। সঠিকভাবেই ধান কেনা হচ্ছে। যে ধানের গুণগত মান খারাপ, সে ক্ষেত্রে কুইন্টাল প্রতি ধান তিন-চার কেজি করে নেওয়া হচ্ছে। যদিও এটি সরকারি গাইডলাইনের বহির্ভূত।
আরও পড়ুন-উন্নয়নকে ভোট দিন, বার্তা বিধায়কের
বোলপুরের রামকৃষ্ণ রাইস মিলের ধান কেনা নিয়ে এমন অভিযোগ শুনে বিডিও সত্যজিৎ বিশ্বাস বলেন, কুইন্টালপ্রতি ধান তিন-চার কেজি করে নেওয়া হচ্ছে, এমন অভিযোগ আমাকে করেনি। তবু আমি খোঁজ নিয়ে দেখব। এটি সরকারি গাইড লাইনের বহির্ভূত। তাই এটা কোনওভাবেই হতে দেওয়া যাবে না।