প্রতিবেদন : সমস্যা সমাধান ও জনসংযোগ কর্মসূচি শিবিরে মিলল সমাধান৷ পাঁচ বছর পর অবশেষে স্বস্তির শ্বাস ফেললেন মগরাহাটের অর্জুনপুর এলাকায় আমিনা বিবি সরদার৷ সোমবার মগরাহাট পূর্ব পঞ্চায়েত আয়োজিত জনসংযোগ শিবিরে তাঁর বিধবাভাতা প্রকল্প অন্তর্ভুক্ত করে দিলেন মগরাহাট ২–এর বিডিও তুহিনশুভ্র মোহান্তি৷
আরও পড়ুন-পূর্ব মেদিনীপুরে আবার জয় তৃণমূলের
বছরপাঁচেক আগে আমিনার স্বামী মনিরুদ্দিনের মৃত্যু হয়৷ তারপর থেকে আমিনা চেষ্টা করে যাচ্ছিলেন বিধবাভাতার জন্য৷ পাচ্ছিলেন না। এদিন তিনি ক্যাম্পে আসেন খোঁজ নিতে৷ সেই সময় সেখানে ছিলেন বিডিও৷ সব শুনে সঙ্গে সঙ্গে সমাধানের উদ্যোগ নেন৷ তুহিনশুভ্র বলেন, ওঁর নাম বিধবাভাতা প্রকল্পে অন্তর্ভুক্ত করে দিয়েছি৷ আশা করছি, খুব শিগগিরই তিনি প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন৷ মগরাহাট–২ ব্লকের ১৪টি পঞ্চায়েতের প্রায় ২৬৫টি বুথের সবকটিতে শিবির হবে বলে জানান বিডিও৷