হোক উদাহরণ

এই পথে দলীয় কর্মীদের কোনও পদক্ষেপে যাতে মানুষ বিরূপ না হন, তা দেখার দায়িত্ব তাঁদেরই। এই পুরভোটে তাঁদের আচরণ উদাহরণ হয়ে থাকুক বাংলার ভোট-ইতিহাসে।

Must read

আগামী দিনে তৃণমূল কংগ্রেসের মূলমন্ত্র, বিরোধীদের কাছে যাও। বিরোধীদের বোঝাও। বিরোধী ভোটারকেও নিয়ে এসো তৃণমূলের বাক্সে। উন্নয়নই শেষ কথা। উন্নয়ন নিয়ে রাজনীতি হয় না। উন্নয়ন কোনও এককের হয় না। উন্নয়ন মানে সমষ্টির উন্নয়ন। রাজ্যের উন্নয়ন। দেশের উন্নয়ন। এগিয়ে যাওয়ার উন্নয়ন। উন্নততর মানুষ হওয়ার জন্য উন্নয়ন। উন্নততর সমাজ তৈরির জন্য উন্নয়ন।

আরও পড়ুন-এই বাজেট আম আদমির জন্য নয়

ধনধান্যে পুষ্পেভরা সমাজ তৈরির উন্নয়ন।
মা-মাটি-মানুষ। মানুষের উপর ভরসা রাখতে হবে। মানুষের ভোটেই জিতে আসতে হবে। পরপর তিনবার জিতে আসার পর তৃণমূলনেত্রীর লক্ষ্য এখন আরও উন্নয়ন। লক্ষ্য দ্রুত শিল্পায়ন। সেই লক্ষ্যে মানুষের সমর্থন মিলেছে। মানুষ ভালবেসেছেন। এই পথে দলীয় কর্মীদের কোনও পদক্ষেপে যাতে মানুষ বিরূপ না হন, তা দেখার দায়িত্ব তাঁদেরই। এই পুরভোটে তাঁদের আচরণ উদাহরণ হয়ে থাকুক বাংলার ভোট-ইতিহাসে।

Latest article