আবাসনের মধ্যে অটো ঢুকিয়ে ডিজে বাজিয়ে অভব্য ব্যবহারের জন্য ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতকাল কালীঘাটের বৈঠক থেকেই কারা এই ধরনের কাজ করেছে সেটা তিনি জানতে চান। এরপর তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেন আগামী তিন দিনের মধ্য়ে এই আবাসনে গিয়ে বাসিন্দাদের কাছে দুঃখপ্রকাশ করতে হবে। যারা এই কাজ করেছেন তাদের দলের তরফে শোকজ করা হয়েছে বলেও তিনি জানান। দল যে এই ধরনের কাজ বরদাস্ত করবে না সেটাও তিনি স্পষ্ট করে দেন।
আরও পড়ুন-বাংলাদেশের সাংসদ খু.নের ঘটনায় নয়া মোড়
ভোটের ফলাফল ঘোষণা করার পরেই বেশ কয়েকটি জায়গায় হিংসার অভিযোগ উঠছে, প্রতিশোধ নেওয়ার অভিযোগও উঠছে। বেশ কয়েকটি ক্ষেত্রে শাসক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করছে। এই অবস্থায় তৃণমূল কর্মী-সমর্থকদের এক্স হ্যান্ডেলে একপ্রকার ‘শাসন’ করলেন তৃণমূল কংগ্রসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘জয়ের ক্ষেত্রে মানবিকতা এবং শিষ্টাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সকল নেতা এবং সদস্যদের আর্জি জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের উপর যে আস্থা দেখিয়েছেন, সেটার মর্যাদা এবং সম্মান যেন আমরা করতে পারি। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের কাছে ঋণী। তাঁদের আরও দায়িত্বশীল হওয়া উচিত।’
আরও পড়ুন-রবিবার ৯৮ লোকাল ট্রেন বাতিল শিয়ালদায়, বিপর্যয় হাওড়াতেও
প্রসঙ্গত মনে করা হচ্ছে, তিনি তৃণমূলের সাধারণ কর্মী-সমর্থকদের সঙ্গে চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর ব্যবহারকেও ইঙ্গিত করলেন। সম্প্রতি নিউ টাউনের একটি রেস্তোরাঁর এক মালিককে তিনি চড় মারেন। রেস্তোরাঁর মালিক দাবি করেন, তাঁকে হুমকি দিচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। পুলিশও হেনস্থা করছে বলে অভিযোগ তোলেন তিনি। যদিও নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোহম বা অন্য কারও নাম উল্লেখ করেননি। তবে এই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে তৃণমূল নেতা-কর্মীদের শৃঙ্খলায় বাঁধার চেষ্টা করছেন। লোকসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস যে অ্যাডভান্টেজ পেয়েছে, সেই ইমেজ যেন বজায় থাকে সেই দিকেই নজর দিয়েছেন তিনি। এখন থেকেই টার্গেট যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন সেই বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল।
Victory calls for HUMILITY and GRACE. I request all @AITCofficial leaders and members to recognise the trust the people of WB have placed in us and strive to honor it. Elected public representatives owe their positions to the people’s mandate and should act more responsibly.
— Abhishek Banerjee (@abhishekaitc) June 9, 2024