বার্বাডোজে ছুটির মুডে বিচ ভলিবল বিরাটদের

২০ জুন ব্রিজটাউনে আফগানিস্তান ম্যাচ দিয়ে সুপার এইট অভিযান শুরু করবেন রোহিতরা। পরের ম্যাচ ২২ জুন, নর্থ সাউন্ডে প্রতিপক্ষ বাংলাদেশ।

Must read

বার্বাডোজ, ১৭ জুন : এবার সামনে মিশন সুপার এইট। তবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে প্রথম দিনটা ছুটির আমেজে কাটল টিম ইন্ডিয়ার। বার্বাডোজ পৌঁছে যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন রোহিত শর্মারা। ফ্লোরিডায় স্যাঁতসেঁতে আবহাওয়া থেকে বার্বাডোজে পা রেখেই রোদের দেখা পেয়েছে ভারতীয় শিবির।
বার্বাডোজে যে হোটেলে ভারতীয় দল রয়েছে, তার ঠিক সামনেই সমুদ্র সৈকত। সোমবার সেখানেই বিচ ভলিবল খেলে অনেকটা সময় কাটালেন ক্রিকেটাররা। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, অর্শদীপ সিং, রিঙ্কু সিং, শিবম দুবে, যুজবেন্দ্র চাহালরা ছুটির মেজাজে উপভোগ করলেন পুরো সময়টা। নিজেদের মধ্যে রসিকতাও করতে দেখা গেল তাঁদের। বিশেষ করে, বিরাট তো রীতিমতো ফুরফুরে মেজাজে ছিলেন। সেই খেলার ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে বিসিসিআই। যেখানে রিজার্ভ দলে থাকা খলিল আহমেদকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমাদের দলে বেশ কয়েকজন খুব ভাল মানের ভলিবল প্লেয়ার আছে। রিঙ্কু আর যশস্বী তো দুর্দান্ত।’’ পরে ভারতীয় ক্রিকেটাররা নেটেও গা ঘামিয়েছেন। বিরাট প্রায় ৪০ মিনিট নেটে ব্যাট করেন। টানা বল করতে দেখা যায় কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলকে।

আরও পড়ুন-রেল দুর্ঘটনার জের, বাতিল ১৯ ট্রেন

সুপার এইটে গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত। গ্রুপের বাকি তিন দল— অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ। ২০ জুন ব্রিজটাউনে আফগানিস্তান ম্যাচ দিয়ে সুপার এইট অভিযান শুরু করবেন রোহিতরা। পরের ম্যাচ ২২ জুন, নর্থ সাউন্ডে প্রতিপক্ষ বাংলাদেশ। এরপর ২৪ জুন সেন্ট লুসিয়াতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ। সমস্যা হল, সুপার এইটেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারত-আফগানিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতদের ম্যাচ বৃষ্টির ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় আবহাওয়া দপ্তর। এমনকী, ভারত বনাম বাংলাদেশ ম্যাচেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
এদিকে, বিশ্বকাপের এই পর্বে ভারতীয় শিবিরকে চিন্তায় রাখছে টপ অর্ডারের খারাপ ফর্ম। বিরাট একেবারেই ফর্মে নেই। রোহিত একটি মাত্র হাফ সেঞ্চুরি ছাড়া বাকি দু’ম্যাচে রান পাননি। মন্দের ভাল ঋষভ পন্থ। যদিও প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর এই নিয়ে মোটেই চিন্তিত নন। তিনি বলছেন, ‘‘বিরাট ও রোহিত দু’জনেই গ্রেট। গ্রুপ পর্বের ফর্ম দিয়ে ওদের মূল্যায়ন করাটা বোকামি হবে। আমি নিশ্চিত, নকআউট পর্বে ওরা রান করবেই।’’

Latest article