পাকিস্তানকে বাদ দিয়েই ওয়াঘা-আটারি সীমান্তে ফের বিটিং রিট্রিট

পাকিস্তানকে বাদ দিয়েই ওয়াঘা-আটারি সীমান্তে মঙ্গলবার থেকে ফের শুরু হল বিটিং রিট্রিট অনুষ্ঠান।

Must read

প্রতিবেদন: পাকিস্তানকে বাদ দিয়েই ওয়াঘা-আটারি সীমান্তে মঙ্গলবার থেকে ফের শুরু হল বিটিং রিট্রিট অনুষ্ঠান। তবে ভারতের বিটিং রিট্রিট অনুষ্ঠান থেকে বয়কট করা হয়েছে পাকিস্তানকে। টানা ১২ দিনের বিরতির পর ফের ওয়াঘা-আটারি এবং ফিরোজপুরে হুসেইনিওয়ালা সীমান্তে শুরু হল এই অনুষ্ঠান। পহেলগাঁও সন্ত্রাস হামলার পর থেকে বন্ধ হয়েছিল বিটিং রিট্রিট অনুষ্ঠান। পরিস্থিতি এখন আগের থেকে স্বাভাবিক। তাই ফের বিএসএফের তরফে এই অনুষ্ঠান শুরুর বিষয়ে জানানো হয়েছে। তবে এই বিটিং রিট্রিট চালু হলেও পাকিস্তানকে বয়কট করছে ভারত। পাক রেঞ্জার্সের সঙ্গে কোনও করমর্দন নয়, খোলা হবে না গেটও। পাকিস্তানের রেঞ্জার্সের সঙ্গেও মুখোমুখি হবে না বিএসএফ জওয়ানরা। বিএসএফ সূত্রে জানা গেছে, যে প্রক্রিয়ায় সীমান্তে এই ধরনের রিট্রিটের আয়োজন করা হয় এবারে তা শুধুমাত্র ভারতের সীমান্তের দিকেই আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে কোনওরকম বিনোদনেও অংশ নেবে না ভারত। বিএসএফ সূত্রে এমনই খবর।

আরও পড়ুন-কৈলাসযাত্রার রুটে ধস, আটকে বহু

শুধু আটারি-ওয়াঘা সীমান্ত নয়। হুসেনিওয়ালা পাঞ্জাব ফ্রন্টিয়ারের অন্তর্গত সব সীমান্তেই মঙ্গলবার ফের রিট্রিট শুরু হল। রিট্রিটের সময় এদিন শুধুমাত্র সাংবাদিকদেরই উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছিল। সাধারণের জন্য বুধবার থেকে বিটিং রিট্রিটের প্রবেশাধিকার দেবে বিএসএফ। অন্যদিকে পাকিস্তানের সীমান্ত বন্ধ রাখা হলেও আফগানিস্তান থেকে পণ্যবাহী ট্রাক চলাচলের ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়। আফগানিস্তান থেকে পণ্যবোঝাই ট্রাক ভারতের সীমান্তে প্রবেশ করতে যাতে কোনও সমস্যা না হয়। আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক আদান-প্রদানের ধারা অব্যাহত রাখতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

Latest article