ডাক্তারদের কারণেই স্বাস্থ্যসাথীতে প্রচুর খরচ, এবার লাগবে এনওসি, প্রস্তাব স্বাস্থ্য দফতরের

এক শ্রেণির ডাক্তারদের (doctor) কারণেই স্বাস্থ্যসাথী কার্ডের (swasthya sathi) বাড়ছে চিকিৎসার খরচ।

Must read

প্রতিবেদন : এক শ্রেণির ডাক্তারদের (doctor) কারণেই স্বাস্থ্যসাথী কার্ডের (swasthya sathi) বাড়ছে চিকিৎসার খরচ। দেখা যাচ্ছে অপ্রয়োজনীয়ভাবে সেই ডাক্তাররা স্বাস্থসাথীর অধীনে থাকা সেই রোগীকে টেনে নিয়ে যাচ্ছেন বেসরকারি হাসপাতালে। ফলে স্বাভাবিকভাবে খরচ বাড়ছে সরকারের। এতে লাগাম টানতেই এবার উদ্যোগী হল স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন-আরজি করের সেই গ্লাভসে রক্ত নয়, ছিল রাসায়নিক : সুপার

রাজ্য সরকারকে তারা প্রস্তাব দিয়েছে, এবার থেকে সরকারি হাসপাতালের চিকিৎসকদের স্বাস্থ্যসাথীর আওতায় থাকা রোগীদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে হলে নিতে হবে নো অবজেকশন সার্টিফিকেট। সরকারের ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্টকে আরও জোরালোভাবে কার্যকর করতে চাইছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের এই নয়া প্রস্তাব গিয়েছে নবান্নের শীর্ষমহলে। সেখান থেকে সবুজসংকেত এলেই তা চালু করা হবে বাংলায়।

Latest article