প্রতিবেদন : তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে কেন্দ্র করে বিতর্কের জেরে ইতিমধ্যেই সরকারের বিরুদ্ধে পক্ষপাতের জোরালো অভিযোগ উঠেছে। তারপর এবার বড় পদক্ষেপ নিল সংসদের সচিবালয়। সিদ্ধান্ত হয়েছে, সাংসদের আইডিতে সাংসদ ছাড়া অন্য কেউ লগ-ইন করতে পারবেন না। বৃহস্পতিবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে সব সাংসদকে জানিয়েছে সচিবালয়। এতদিন সাংসদদের আপ্তসহায়ক বা অথরাইজড পার্সনরা সাংসদের হয়ে সংসদের সাইটে লগ-ইন করতেন। সচিবালয়ের বর্তমান নির্দেশ অনুযায়ী, এখন আর তা করা যাবে না।
আরও পড়ুন-হরিয়ানায় ১৪২ ছাত্রীকে যৌননিগ্রহ, গ্রেফতার প্রিন্সিপাল
বৃহস্পতিবার সংসদের সচিবালয়ের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ১. লোকসভা পোর্টাল শুধুমাত্র সাংসদরাই ব্যবহার করতে পারবেন। ২. লোকসভা পোর্টালে সাংসদদের আইডি এবং পাসওয়ার্ড কাউকে দেওয়া যাবে না। ৩. এই পোর্টাল সম্পর্কে গোপনীয়তা বজায় রাখতে হবে সাংসদদের। ৪. প্রশ্নোত্তর পর্ব পর্যন্ত সাংসদদের প্রশ্নের উত্তর শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে সচিবালয়ের তরফে।
আরও পড়ুন-ডিপফেক নিয়ে কড়া আইন হবে জানাল কেন্দ্র
উল্লেখ্য, কিছুদিন আগেই মৌখিকভাবে জানানো হয়েছিল, এবার থেকে কোনও সাংসদের আপ্তসহায়ক বা অথরাইজড পার্সন সাংসদের হয়ে সংসদের সাইটে আপাতত লগ-ইন করতে পারবেন না৷ আগামী শীতকালীন অধিবেশনের জন্য প্রশ্নপত্র এমনকী সাংসদের টিএ বিল বা সংসদীয় কোনও নোটিসও অনলাইনে সাবমিট করা যাবে না। এতদিন ধরে চলে আসা পদ্ধতির হঠাৎ করে বদল হওয়ায় সাংসদরাও বুঝতে পারছেন না এক মাসেরও কম সময়ের মধ্যে শীতকালীন অধিবেশনের জন্য কীভাবে তাঁরা প্রশ্ন সাবমিট করবেন?