প্রতিবেদন : অ্যাডিনো ভাইরাসের (Adenovirus- West Bengal) প্রকোপ মোকাবিলায় সক্রিয় রাজ্য প্রশাসন। শিশুদের মধ্যে সংক্রমণের প্রকোপ ও মৃত্যু রুখতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকার পর সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে রাজ্য প্রশাসন। বিভিন্ন হাসপাতালে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন স্বাস্থ্যকর্তারা। হাসপাতালে চিকিৎসা পরিকাঠামো এবং শয্যা সংখ্যা বাড়ানোর কাজ চলছে জোরকদমে।
আরও পড়ুন: আজ বিকেলেই জানা যাবে সাগরদিঘি কার
বুধবার বি সি রায় শিশু হাসপাতাল পরিদর্শনে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের সঙ্গে ছিলেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য (Debasish Bhattacharya)। হাসপাতালে ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তাঁরা। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, বি সি রায় শিশু হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে। হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসেও কিছু বেড রেখে পরিষেবা শুরু করা হয়েছে বলে খবর। বুধবার স্বাস্থ্যসচিবের পরিদর্শনের পর বি সি রায় শিশু হাসপাতালে বেডের সংখ্যা পর্যায়ক্রমিক ভাবে আরও বাড়ানো হবে। রোগীর চাপ সামলাতে মেডিক্যালে ৫০টি বেড বাড়ানো হচ্ছে। বি সি রায় শিশু হাসপাতালেও নতুন ২৪টি সিসিইউ বেড চালু করা হচ্ছে। বেলেঘাটা আইডি হাসপাতালে আপাতত ২৫টি বেড চালু করা হয়েছে। আইডি-তে আরও বেড বাড়ানো হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিউমোনিয়া ও অ্যাডিনো ভাইরাসের (Adenovirus- West Bengal) সংক্রমণে কলকাতার দুটি হাসপাতালে বুধবার একই দিনে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে কলকাতা মেডিক্যাল কলেজে ২ এবং বি সি রায় শিশু হাসপাতালে ৩টি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৫ দিনে ১৭টি শিশুর মৃত্যু হল।