প্রতিবেদন : কেউ দফতর চালাতে ব্যর্থ হলে তাঁর পদত্যাগ করা উচিত, কিন্তু দফতর কেন বন্ধ থাকবে? প্রশ্ন তুলে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয় বন্ধ করার ঘটনাকে ‘তুঘলকি কাণ্ড’ বলে ব্যাখ্যা করে উপাচার্যের সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। শুধু প্রশ্ন তুলে বা সমালোচনা করেই ক্ষান্ত নন ব্রাত্য, তিনি এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান।
বি আর আম্বেদকর বিএড বিশ্ববিদ্যালয়ের (B.ED University) উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি অভিযোগ করেন, তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের (B.ED University) সরকারি সম্পত্তি নষ্ট হতে পারে। তাই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার কথা মাথায় রেখে তিনি প্রশাসনিক কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় এই মর্মে স্কুল শিক্ষা দফতরে চিঠিও পাঠান। বিকাশ ভবনে পাঠানো সেই চিঠি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, এটা কোনও পন্থা হতে পারে না। ঠিকঠাক চালাতে না পারলে তালা লাগিয়ে চলে যেতে পারেন না উপাচার্য। কেননা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা কাম্য নয়। তা বাঞ্ছনীয় নয়, উচিতও নয়। উপাচার্যের এই সিদ্ধান্তকে সমর্থন করছি না। বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্তের থেকে পদত্যাগ করা শ্রেয় ছিল। এ প্রসঙ্গে তিনি আইনি পরামর্শ নেওয়ার কথাও বলেছেন। ব্রাত্য বসু বলেন, আমরা আইনি পরামর্শ নেব, কী করা যেতে পারে, তা দেখব। এ প্রসঙ্গে তিনি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণও উল্লেখ করেন। বলেন, আচার্যকে সুপ্রিম কোর্ট বলেছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে। কিন্তু উনি সুপ্রিম কোর্টের আদেশ অগ্রাহ্য করেছেন। তিনি যদি সুপ্রিম কোর্টের কথা শুনে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতেন, তাহলে এরকম অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হত না। বিশ্ববিদ্যালয়ে তালাচাবি লাগানোর মতো এরকম তুঘলকি কাণ্ড ঘটত না।
আরও পড়ুন- ভোটের আগে বেতন কমিশন নয়
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…