দূরপাল্লার ট্রেনে ফিরছে বেডরোল, লাগবে বাড়তি টাকা

করোনাজনিত কারণে প্রায় দু’বছর ধরে ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত বগিতে যাত্রীদের বিছানাপত্র দেওয়া বন্ধ রয়েছে।

Must read

প্রতিবেদন : করোনাজনিত কারণে প্রায় দু’বছর ধরে ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত বগিতে যাত্রীদের বিছানাপত্র দেওয়া বন্ধ রয়েছে। দূরপাল্লার ট্রেনের যাত্রীদের বর্তমানে তাই নিজেদের বাড়ি থেকে চাদর-বালিশ ও অন্যান্য জিনিস আনতে হচ্ছে। কিন্তু এবার এই নিষেধাজ্ঞা তুলে নিতে চলেছে রেল। জানা গিয়েছে, যাত্রীদের আবারও দেওয়া হবে চাদর-কম্বল-সহ বেডরোল। তবে সেগুলো সবই হবে ডিসপোজেবল। এর জন্য যাত্রীদের অবশ্য অতিরিক্ত ১৫০ টাকা দিতে হবে।

আরও পড়ুন-আমায় সভায় আসতেও বাধা দিচ্ছে বিজেপি, খোঁচা অখিলেশের

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ১৫০ টাকার বিনিময়ে যাত্রীদের দেওয়া হবে স্পেশাল কিট। যার মধ্যে থাকবে একটি সাদা চাদর, নীল বা ধূসর রঙের একটি কম্বল, একটি হাওয়া বালিশ, সাদা রঙের বালিশের কভার, ফেস টাওয়েল বা ন্যাপকিন ও থ্রি প্লাই ফেস মাস্ক।
উল্লেখ্য, করোনা মহামারী শুরু হওয়ার কিছুদিন পরেই ট্রেনে প্যান্ট্রিকার ব্যবস্থা তুলে দেওয়া হয়েছিল। যার ফলে শুধুমাত্র শুকনো খাবার বা ‘রেডি টু মিল’ জাতীয় খাবার যাত্রীদের পরিবেশন করা হচ্ছিল। বেশ কয়েক মাস আগেই প্যান্ট্রিকার পরিষেবা পুনরায় চালু করা হয়েছে। এবার ফিরছে বেডরোল পরিষেবাও। তবে আগের মতো নয়। নতুন ব্যবস্থায় যাত্রীদের একবারমাত্র ব্যবহারযোগ্য শয্যাসামগ্রী দেওয়া হবে। তবে এই শয্যাসামগ্রী বিনামূল্যে নয়, এর জন্য যাত্রীদের বাড়তি টাকা গুণতে হবে।

Latest article